মুফতি হান্নানের প্রাণদণ্ডের সাজা বহাল হাইকোর্টেও

বাংলাদেশের প্রাক্তন বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) নেতা মুফতি হান্নান সহ ৩ জনের নিম্ন আদালতে দেওয়া ফাঁসির সাজা বহাল রয়েছে হাইকোর্টেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৭
Share:

বাংলাদেশের প্রাক্তন বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) নেতা মুফতি হান্নানসহ ৩ জনের নিম্ন আদালতে দেওয়া ফাঁসির সাজা বহাল রয়েছে হাইকোর্টেও। আজ (বৃহস্পতিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স গ্রহণ করে তাদের এই রায় শোনান। রায়ে প্রাণদণ্ডের সাজা প্রাপ্ত অপর দুই আসামি হলেন- শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন।

Advertisement

২০০৮ সালের ২৩ ডিসেম্বর যুদ্ধাপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই তিন আসামিকে প্রাণদণ্ড দেয়। এছাড়া মোহিবুল্লাহ ও মফিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের তরফে আপিল না করায় নিম্ন আদালতে দেওয়া সাজা বহাল রেখেছে সুপ্রিমকোর্ট।
প্রায় এক যুগ আগে ২০০৪ সালের একুশে মে সিলেটের হযরত শাহজালাল প্রাঙ্গণে বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আনোয়ার চৌধুরী গুরুতরভাবে আহত হন। এছাড়া আরও কয়েকজন মারা যান। ওই হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় বিচারিক আদালত ৩ আসামিকে প্রাণদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। আজ হাইকোর্ট ৩ আসামির আপিল খারিজ করে নিম্ন আদালতের সাজা বহাল রাখে।

আরও পড়ুন- বাহাত্তর বছর পর আবার একসঙ্গে বৃদ্ধ প্রেমিক-প্রেমিকা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন