Bomb Threat in Bangladesh Flight

প্রেমিকার সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন স্বামী! ঢাকা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে দিলেন স্ত্রী, সঙ্গী শাশুড়ি

শুক্রবার বিকেলে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ বিমানে চড়ে বসেছিলেন ঢাকার বাসিন্দা ওই যুবক। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমিকাকে নিয়ে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিবাহিত যুবক। ইচ্ছা ছিল, ঘর-সংসার থেকে দূরে নিরিবিলিতে কয়েকটা দিন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত যাপন করবেন। কিন্তু বাদ সাধল পরিবার! বিবাহিত ছেলের পরকীয়া রুখতে সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রাখার হুমকিবার্তা দিলেন মা ও স্ত্রী!

Advertisement

শুক্রবার ঘটনাটি ঘটেছে পড়শি রাষ্ট্র বাংলাদেশে। র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাব) জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ বিমানে চড়ে বসেছিলেন ঢাকার বাসিন্দা ওই যুবক। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। পরিবারের কাছেও সে কথা অজানা ছিল না। অজানা ছিল না প্রেমিকাকে নিয়ে নেপাল-সফরের তথ্যও! তাই ছেলের কাঠমান্ডু-সফর রুখতে উপায়ান্তর না দেখে সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করেন মা। জানান, ওই বিমানে বোমা রয়েছে।

কাঠমান্ডুগামী ওই বিমানে ১৪২ জন যাত্রী ও সাত জন বিমানকর্মী ছিলেন। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করিয়ে বিমানটি খালি করে দেওয়া হয়। সমস্ত যাত্রীদের নিরাপদে বার করে এনে শুরু হয় তল্লাশি। কিন্তু, ঘণ্টা তিনেক ধরে তন্ন তন্ন করে খুঁজেও বোমার চিহ্নমাত্র মেলেনি। পরে তদন্তে প্রকাশ্যে আসে মায়ের কীর্তি!

Advertisement

শনিবার র‌্যাবের ডিজি একেএম শহিদুর রহমান জানিয়েছেন, ওই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন ওই যুবকের স্ত্রী, মা এবং এক বন্ধু। ওই বন্ধুই যুবকের মা ও স্ত্রীকে এই বুদ্ধি দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement