International News

রাজপুত্র হ্যারির সন্তান নিয়ে রুচিহীন টুইট, বরখাস্ত বিবিসির রেডিও প্রেজেন্টার

কী ছিল তাঁর অপরাধ? বিবিসির ওই খ্যাতনামা রেডিও প্রেজেন্টার ড্যানি বেকার তাঁর টুইটে একটি জামাকাপড় পরা শিম্পাঞ্জির ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘‘রয়্যাল বেবি লিভস হসপিটাল’’ (রাজ-শিশু হাসপাতাল ছাড়ল)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৭:৩৮
Share:

বিবিসির বরখাস্ত হওয়া রেডিও প্রেজেন্টার ড্যানি বেকার। ছবি- টুইটারের সৌজন্যে।

একেবারে আক্ষরিক অর্থেই, বিবিসির এক সাংবাদিককে এ বার পড়তে হল রাজরোষে। তাঁর চাকরি গেল। রুচিহীন টুইটের জন্য।

Advertisement

কী ছিল তাঁর অপরাধ? বিবিসির ওই খ্যাতনামা রেডিও প্রেজেন্টার ড্যানি বেকার তাঁর টুইটে একটি জামাকাপড় পরা শিম্পাঞ্জির ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘‘রয়্যাল বেবি লিভস হসপিটাল’’ (রাজ-শিশু হাসপাতাল ছাড়ল)।

ব্রিটেনের রাজপুত্র হ্যারির স্ত্রী মেগান মর্কেল সোমবার ভোরেই জন্ম দিয়েছেন একটি শিশুপুত্রের। তার নাম- ‘আর্চি’। সাম্প্রতিক কালে ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্যদের মধ্যে কারও মিশ্র জাতির সন্তান ভূমিষ্ঠ হল এই প্রথম। মেগানের মা অ্যাফ্রো-আমেরিকান। বাবা শ্বেতাঙ্গ। সোশ্যাল মিডিয়ায় এর আগেও জাতিবিদ্বেষের শিকার হয়েছেন মেগান।

Advertisement

ড্যানি অবশ্য পরে দুঃখপ্রকাশ করে আরও একটি টুইট করেছেন। জানিয়েছেন, আগের টুইটটি তিনি মুছেও দিয়েছেন।

আরও পড়ুন- ইনি জানতেনই না, এই পাথরটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় মুক্তো!​

আরও পড়ুন- নির্ভয়া-তথ্যচিত্র ছড়াচ্ছে ইউটিউবে, চিন্তায় কেন্দ্র​

ড্যানি তাঁর টুইটে অপ্রীতিকর কটাক্ষ করেছেন, এই অভিযোগেই তাঁকে বরখাস্ত করেছেন বিবিসি কর্তৃপক্ষ। বিবিসির তরফে জানানো হয়েছে, ‘‘অমার্জনীয় ত্রুটি রয়েছে ওই টুইটে। বিবিসি যে মূল্যবোধকে সব সময় অগ্রাধিকার দেয়, এই টুইট তার সঙ্গে একেবারেই মানানসই নয়।’’

ড্যানিও পরে দুঃখপ্রকাশ করে তাঁর টুইটটি মুছে দিয়েছেন। এও জানিয়েছেন, ‘‘আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement