International News

বিতর্কিত চিনা দ্বীপের কাছে ফের মার্কিন রণতরী, উত্তেজনা চিন সাগরে

রবিবার বেজিংয়ের দাবি, দক্ষিণ চিন সাগরের কাছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিঙ্কন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’-র লাগোয়া এলাকায় দু’টি মার্কিন রণতরী ‘হিগিন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’ ও ‘অ্যান্টিয়েটাম’-কে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৭:২৪
Share:

মার্কিন নৌবাহিনীর রণতরী- ‘হিগিন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’।- ফাইল চিত্র।

দক্ষিণ চিন সাগরের কাছে ফের নজরদারি শুরু করল মার্কিন নৌবাহিনীর দু’টি রণতরী।

Advertisement

রবিবার বেজিংয়ের দাবি, দক্ষিণ চিন সাগরের কাছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিঙ্কন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’-র লাগোয়া এলাকায় দু’টি মার্কিন রণতরী ‘হিগিন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’ ও ‘অ্যান্টিয়েটাম’-কে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

শান্তি ফেরাতে যখন উত্তর কোরিয়ার দিকে হাত বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন, তখন দক্ষিণ চিন সাগরের কাছে দু’টি মার্কিন রণতরীর এই নজরদারিতে বেজিং উদ্বিগ্ন।

Advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, দক্ষিণ চিন সাগরের কাছে মার্কিন রণতরীর এই অভিযান পূর্ব নির্ধারিত ছিল। এমন রুটিন অভিযান এর আগেও হয়েছে। তবে এই অভিযান নিয়ে বেজিংয়ের বাড়তি উদ্বেগের কারণ, কিছু দিন আগেই বিভিন্ন দেশের সঙ্গে নৌবাহিনীর যৌথ মহড়ায় আমেরিকা অন্য কয়েকটি দেশকে আমন্ত্রণ জানালেও চিনকে ডাকেনি। যা চিন-মার্কিন সম্পর্কের ‘শৈত্য’-এরই প্রমাণ।

আরও পড়ুন- চিনকে ঠেকাতে মার্কিন সফর লানবার​

আরও পড়ুন- বেজিঙের উদ্বেগ আরও বাড়িয়ে দক্ষিণ চিন সাগরে পৌঁছে গেল ব্রহ্মস​

দু’টি মার্কিন রণতরীর নজরদারি নিয়ে বেজিংয়ের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই অফিসার জানিয়েছেন, এটা রুটিন নজরদারি। এলাকাটা বিতর্কিত (চিনের দাবি অনুযায়ী, তাদের এলাকা নয়) বোঝাতেই এই নজরদারি। ওই দু’টি মার্কিন রণতরী প্যারাশেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে এসেছিল। অভিযান চালানো হয়েছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিঙ্কন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’-র লাগোয়া এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement