bizarre

মাথা হাতে নিয়ে দিব্যি হাঁটছে শিশু! ভাইরাল হল ভিডিয়ো

শিশুটির মাথা তাঁর নিজের হাতে! এমনটাও কী হয়?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ১২:১৮
Share:

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়ো থেকে নেওয়া হয়েছে ছবিটি।

ধড়ের উপরে মাথা কোথায়? মাথা হাতে নিয়ে হাঁটছে শিশু। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, চোখটা অস্বাভাবিক ফোলা। ফুলকো গোলাপি গালে রক্তের ছাপ! বছর দুয়েক বয়স হবে বড় জোর।

Advertisement

শুনে নিশ্চই মনে হচ্ছে কোনও ভৌতিক গল্প বা সিনেমা। একেবারেই তা নয়। বাস্তবেই ঘটেছে এমনটা। দিব্যি মাথা হাতে নিয়ে হাঁটছে বাচ্চাটি। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

একেবারেই দৃষ্টিভ্রম আসলে। বাচ্চাটি হ্যালোউইন পার্টির জন্য এমনই একটি অদ্ভুত পোশাক পরেছিল।

Advertisement

দেখে মনে হচ্ছে খুব যত্ন করে নিজের মাথাটি দু’ হাত দিয়ে সে ধরে রেখেছে। পোশাকটি আসলে এ ভাবেই তৈরি।

আরও পড়ুন: সমুদ্র উপকূলে রাশি রাশি স্বর্ণমুদ্রা! খোঁজে নামল ডুবুরি

কৃত্রিম হাত ও ধড়-সহ একটি ফ্রক। ফ্রকের মাঝখানের অংশ দিয়ে মাথা গলিয়ে নিয়েছে শিশুটি।

ফিলিপিন্সের পারানাকিয়ে শহরে হ্যালোউইন সপ্তাহে এই ‘ক্রিপি হেডলেস’ পোশাকটি নিজের বছর দুয়েকের মেয়ে মায়াকে পরিয়েছিলেন ক্রিস্টাল হং নামে এক মহিলা। আর নিজের বড় মেয়ে চার্লিকে সাজিয়েছিলেন জল্লাদ।

আরও পড়ুন: নিজেদের বিয়ের শেফের সঙ্গে অভিনব চুক্তি করলেন দীপিকা-রণবীর​

তাঁর মা সেই ছবি আর ভিডিয়ো পোস্ট করেন, মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। শুধুমাত্র একবার পোস্ট হতেই মুহূর্তের মধ্যে এক কোটি আশি লক্ষ বার শেয়ার হয় ভিডিয়োটি। নেটদুনিয়ায় শুরু হয় ক্যুইজ। এই পোশাকটি কেমন? ক্রিপি না কিউট!

সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement