মিলল রুশ বিমানের ব্ল্যাক বক্স

দু’দিন ধরে তল্লাশির পরে পাওয়া গেল ভেঙে পড়া রুশ সেনা বিমানের ব্ল্যাক বক্স। সোচি উপকূল থেকে মাইল খানেক দূরে কৃষ্ণ সাগরের ১৭ মিটার গভীরে ডুবো যন্ত্রে আজ একটি সিগন্যাল ধরা পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০১:৫০
Share:

কৃষ্ণ সাগরের উপকূলে রুশ বাহিনী। ছবি: রয়টার্স।

দু’দিন ধরে তল্লাশির পরে পাওয়া গেল ভেঙে পড়া রুশ সেনা বিমানের ব্ল্যাক বক্স।

Advertisement

সোচি উপকূল থেকে মাইল খানেক দূরে কৃষ্ণ সাগরের ১৭ মিটার গভীরে ডুবো যন্ত্রে আজ একটি সিগন্যাল ধরা পড়ে। সেই সূত্র ধরে তল্লাশি করতে গিয়েই খোঁজ মেলে ব্ল্যাক বক্সটির। বিমানে যে ক’টা ব্ল্যাক বক্স ছিল, এটি তার মধ্যে প্রধান। ফলে দুর্ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত কী ঘটেছে, ব্ল্যাক বক্সটি বিশ্লেষণ করলে জানা যাবে বলে ধারণা তদন্তকারীদের।

অসমর্থিত সূত্রের খবর, আপাতত সব তুপোলেভ-১৫৪ বিমানকে বসিয়ে দিয়েছে রুশ সেনা। রবিবারের দুর্ঘটনার পরে তুমুল সমালোচনার মুখে পড়েছে বহু প্রাচীন মডেলের এই বিমান। তবে এ নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

রবিবার রাশিয়ার উপকূলবর্তী শহর সোচি থেকে তেল ভরে ওড়ার কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণসাগরের উপর ভেঙে পড়ে রুশ সেনার সিরিয়াগামী বিমানটি। মৃত্যু হয় ৯২ জন আরোহীর। তল্লাশিতে নামানো হয়েছে ১৯২ ডুবুরি, ৪৫টি জাহাজ, ১২টি বিমান, ৫টি হেলিকপ্টার এবং ১৫টি বিশেষ ডুবো যন্ত্রের একটি বিশাল উদ্ধারকারী বাহিনী। গত দু’দিন ধরে কৃষ্ণসাগর চষে মাত্র ১২টি দেহ উদ্ধার করা গিয়েছে। মিলেছে ১৫৬টি দেহাংশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন