International news

বাড়ির বাইরে রক্তাক্ত দেহ দেখে গৃহকর্তাকে অভিনন্দন জানাল পুলিশ!

ভয়ঙ্কর এই দৃশ্য দেখেই পুলিশে ফোন করেন এক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একটি দল। নানা ভাবে দেহটিকে পরীক্ষা করে দেখতে থাকেন তদন্তকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৪
Share:

এই সেই মৃতদেহ

বন্ধ গ্যারেজের বাইরে পড়ে রয়েছে একটি রক্তাক্ত দেহ। দেহটির মাথা ও দু’ হাত থেঁতলে বন্ধ গ্যারেজের ভেতরে ঢুকে রয়েছে। গ্যারেজের সাদা শাটারের গায়ে লেগে রয়েছে রক্তের দাগ।

Advertisement

ভয়ঙ্কর এই দৃশ্য দেখেই পুলিশে ফোন করেন এক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একটি দল। নানা ভাবে দেহটিকে পরীক্ষা করে দেখতে থাকেন তদন্তকারীরা। এর পর দেহের জুতো খুলে পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন পুলিশ কর্মীরা। রীতিমতো অবাক হয়ে যান ঘটনাস্থলে জমায়েত হওয়া বাসিন্দারাও। দেখা যায়, ওটা কোনও মৃতদেহই নয়! দলা পাকানো কাগজ দিয়ে বানানো একটি দেহ। এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে, যে সামনে থেকে দেখেও বোঝার কোনও উপায় নেই!


গ্রিন কাউন্টির শেরিফ-এর দফতরের পক্ষ থেকে করা সেই পোস্ট।

Advertisement

কে এবং কেন এমন একটা কাণ্ড ঘটালেন?

পুলিশ সূত্রে খবর, এটি আসলে একটি হলোইন উৎসবের ‘থিম ডিজাইন’, যেমন বাঙালির বারোয়ারি পুজোয় থিমের প্যান্ডেল হয় তেমনই। হ্যালোইন উৎসবের পাঁচ সপ্তাহ আগে এমন ভয়ঙ্কর ‘থিম ডিজাইন’ করে সবাইকে বেশ ভয় পাইয়ে দিয়েছেন আমেরিকার গ্রিন কাউন্টির বাসিন্দা জোসেপ লাভারগিভ।

আরও পড়ুন: ভূমিকম্পের পর বুট পায়ে ধ্বংসস্তূপ খুঁড়ছে ফ্রিডা

এর পর এই গোটা দৃশ্যের একটা ছবি তুলে গ্রিন কাউন্টির শেরিফ-এর দফতরের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে তাদের ফেসবুক পেজে। ছবির নীচে সতর্কীকরণ বার্তায় লিখে দেওয়া হয়, “এটি একটি হলোইন ডেকোরেশন! এটি দেখে মৃতদেহ ভেবে দয়া করে কেউ ৯১১-এ ফোন করবেন না। বরং বাড়ির মালিককে অভিনন্দন জানান এই দুর্দান্ত ‘থিম ডিজাইন’ করার জন্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement