Bangladesh Crisis

জামায়াত এবং এনসিপির সমর্থনে সংবিধান সংশোধনে সক্রিয় ইউনূস! বিরোধিতা করল খালেদার বিএনপি

নির্বাচনী পদ্ধতিতে ‘প্রয়োজনীয় কিছু সংস্কার’ এবং ‘ক্ষমতার ভারসাম্য’ আনার লক্ষ্যে সংবিধানে কিছু সংস্কার করতে চান ইউনূস। কিন্তু গোড়া থেকেই বিএনপি সেই উদ্যোগের বিরোধী। তাদের দাবি, কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারই সংস্কার কর্মসূচি চালু করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২৩:৩৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশে আমার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মতপার্থক্য প্রকাশ্যে এল। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের তরফে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি তার বিরোধিতা করেছে বুধবার।

Advertisement

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ স্থায়ী পরিষদের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আছে বলে আমরা মনে করছি।’’ অন্যদিকে, প্রত্যাশিত ভাবেই জামায়াতে ইসলামি বাংলাদেশ (জামাত নামেই যে দলটি পরিচিত) এবং গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের একাংশের গড়া নতুন দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এই বিতর্কে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে।

নির্বাচনী পদ্ধতিতে ‘প্রয়োজনীয় কিছু সংস্কার’ এবং ‘ক্ষমতার ভারসাম্য’ আনার লক্ষ্যে সংবিধানে কিছু সংস্কার করতে চান ইউনূস। কিন্তু গোড়া থেকেই বিএনপি সেই উদ্যোগের বিরোধী। তাদের দাবি, কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারই সংস্কার কর্মসূচি চালু করতে পারে। ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনে বুধবার বিএনপির পাশাপাশি আরও ১২টি রাজনৈতিক দল এনসিসি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে। অন্য দিকে, জামাত এবং এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি)-সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement