International Women's Day

‘দেশে নৈরাজ্য চলছে, নির্যাতনের শিকার মহিলারা’! নারী দিবসে খালেদার দলের নিশানায় ইউনূস

দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্ন ভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৩:০৫
Share:

(বাঁ দিক থেকে) খালেদা জিয়া, মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। —ফাইল চিত্র।

জাতীয় সংসদের নির্বাচন করানোয় গড়িমসির অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আগেই। এ বার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিলাদের নিরাপত্তা-সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুললেন।

Advertisement

আন্তর্জাতিক নারী দিবসে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফখরুল। তিনি বলেন, ‘‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্ন ভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক। এ সব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’’

এর আগে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ ধানমন্ডিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়েও ইউনূস সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন ফখরুল। শনিবার তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার সঙ্গেও ইউনূস সরকারের তুলনা টেনেছেন তিনি। ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। বিচার না হওয়ার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে। এখনও সেই পরিস্থিতিই চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement