Bangladesh Situation

বাংলাদেশে ফের চলল গুলি! নিশানায় বিএনপি নেতা, খোকন দাসের মৃত্যুর দিনে খুন আরও এক প্রৌঢ়

যশোর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আলমগীর হোসেন। সন্ধ্যা ৭টা নাগাদ তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ২২:২৮
Share:

আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে বিএনপি নেতাকে গুলি করে খুন। ঘটনাস্থল যশোরের শঙ্করপুর। শনিবার সন্ধ্যার ঘটনা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, যশোর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আলমগীর হোসেন। সন্ধ্যা ৭টা নাগাদ তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

Advertisement

হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের তরফে জানানো হয়েছে, আলমগীরের মাথার দু’পাশে দু’টি গুলির ক্ষত রয়েছে।

ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম হাসপাতালে এসে মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলে শোক প্রকাশ করেন।

Advertisement

উল্লেখ্য গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী খোকনের উপর হামলা করে একদল জনতা। অভিযোগ, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। তার পরে পেট্রল জাতীয় কিছু দ্রব্য তাঁর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই নিয়ে যান শরীয়তপুর সদর হাসপাতালে। পরে সেই রাতেই তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement