Rohingyas fleeing Myanmar

রোহিঙ্গাদের নিয়ে নৌকা ডুবল সমুদ্রে! মায়ানমার থেকে পালিয়ে যাচ্ছিলেন মালয়েশিয়ার দিকে, নিখোঁজ শতাধিক

প্রায় ৩০০ জন যাত্রী তিন দিন আগে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে রওনা দিয়েছিলেন। নৌকাডুবির পরে এখনও পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ২২:০৫
Share:

গত বছরের মার্চে ইন্দোনিশেয়ার উপকূলে ডুবন্ত নৌকার উপর উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রোহিঙ্গারা। ছবি: রয়টার্স।

রোহিঙ্গাদের নিয়ে নৌকা ডুবে গেল মাঝসমুদ্রে। মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে তাঁরা যাচ্ছিলেন মালয়েশিয়ার দিকে। কিন্তু তার আগেই তাইল্যান্ড এবং মালয়েশিয়া সীমান্তের কাছে ডুবে যায় নৌকাটি। ডুবে যাওয়া ওই নৌকা থেকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছেন। মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। বাকিদের কারও এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শতাধিক।

Advertisement

মালয়েশিয়ার লঙ্গকাওয়ি দ্বীপের কাছেই ডুবে গিয়েছে। ওই দ্বীপের কাছাকাছি সমুদ্রে প্রায় ১৭০ বর্গ নটিক্যাল মাইল অঞ্চল জুড়ে উদ্ধার অভিযান শুরু করেন মালয়েশিয়ার কর্তৃপক্ষ। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া সাত জনের দেহ পাওয়া গিয়েছে। বাকিদের কারও সন্ধান মেলেনি। মালয়েশিয়ার উদ্ধারকারী বাহিনীর প্রধান রোমলি মুস্তফা জানান, প্রায় ৩০০ জন যাত্রী তিন দিন আগে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে রওনা দিয়েছিলেন।

স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্ধৃত করে মালয়েশিয়ার সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রাথমিক ভাবে মায়ানমার থেকে একটি বড় ভেসেলে করে রওনা দিয়েছিলেন ওই রোহিঙ্গারা। কিন্তু মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি চলে আসার পরে তাঁরা ভাগ হয়ে যান। বড় ভেসেলে সহজে ধরা পড়ার আশঙ্কা ছিল। তাই তাঁরা ভাগ হয়ে তিনটি ছোট ছোট নৌকায় উঠে পড়েন। এক একটি নৌকায় প্রায় ১০০ জন করে যাত্রী ছিলেন বলে জানান মায়লেশিয়ার কেদা প্রদেশের পুলিশপ্রধান আদজ়লি আবু শাহ। তবে বাকি দু’টি নৌকা কোথায় রয়েছে তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘ ক্ষণ উদ্ধার অভিযান চলার পরেও ওই নৌকা দু’টির খোঁজ পাওয়া যায়নি। ফলে সেগুলিও ডুবে গিয়ে থাকতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

মায়ানমারে গৃহযুদ্ধের পর থেকে রাখাইন প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। প্রচুর রোহিঙ্গা প্রাণভয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশ এবং অন্য নিকটবর্তী দেশগুলিতে পালিয়ে যাচ্ছেন। রয়টার্স অনুসারে, বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এক দিকে মায়ানমারে অশান্তি এবং অন্য দিকে বাংলাদেশের শিবিরগুলিতে বসবাসের জন্য অনুপযুক্ত পরিবেশের কারণে বহু রোহিঙ্গাই মালয়েশিয়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement