মিলল মার্কিন কপ্টার

ধ্বংসাবশেষ মিলল মার্কিন কপ্টারের। ভূকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণকাজ চালাতে এসে গত মঙ্গলবার নিখোঁজ হয়ে যায় মার্কিন সেনার এই কপ্টারটি।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:১১
Share:

ধ্বংসাবশেষ মিলল মার্কিন কপ্টারের। ভূকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণকাজ চালাতে এসে গত মঙ্গলবার নিখোঁজ হয়ে যায় মার্কিন সেনার এই কপ্টারটি।

Advertisement

কাঠমান্ডু থেকে ৫৬ কিলোমিটার দূরে কালিনচক গ্রামের কাছে একটি পাহাড়ে আজ ওই হেলিকপ্টারটির ভগ্নাবশেষ মিলেছে। আর তার কাছেই পাওয়া গিয়েছে পুড়ে ছাই হয়ে যাওয়া তিনটি দেহ। কেন কপ্টারটি প্রত্যন্ত ওই পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। কপ্টারটিতে আট জন ছিলেন। এঁদের মধ্যে দু’জন নেপালি সেনা ও বাকিরা মার্কিন মেরিন। আজ তিন জনের দেহ পাওয়া গেলেও বাকিদের খোঁজ মেলেনি। আজ নেপালের প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, কপ্টারটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফলে বাকি আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে সাহায্য করতে আমেরিকা এক ডজনেরও বেশি বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে। মঙ্গলবার যখন দ্বিতীয় বার নেপাল কেঁপে ওঠে, তখন ঘোরথালি গ্রামের কাছে কপ্টারটিকে দেখেছিল এক নেপালি সেনা কপ্টার। তার পরেই সেটি নিখোঁজ ছিল। আজ কপ্টারটির ধ্বংসাবশেষ মেলার পরই ঘটনাস্থলে পৌঁছেছে মার্কিন সেনা এবং স্থানীয় পুলিশ। ইতিমধ্যে, আজও তিন বার ভূকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে নেপালে। ফলে আতঙ্ক পিছুই ছাড়ছে না নেপালবাসীর। সব মিলিয়ে নেপালের ভূকম্পে মৃতের সংখ্যা ১১৭ ছুঁয়েছে।

Advertisement

নেপালের সিনামঙ্গলে ভারতীয় সেনা হাসপাতালে এক শিশু কন্যার জন্ম দিলেন ভক্তপুরের বাসিন্দা এক মহিলা। শিশুটির জন্মের খবরে খুশির বন্যায় ভাসল গোটা হাসপাতাল। শিশুটির নাম রাখা হয়েছে ‘ভারতী’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন