বধ্যভূমি হয়ে উঠল বক্সিং রিং

চার দিন আগে এক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ডেভি ব্রাউনি জুনিয়র। কিন্তু, সেটাই তাঁর জীবনের শেষ যুদ্ধ হবে ভাবেননি কেউই। রিংয়ের ভিতরে অনেক যুদ্ধ জয় করলেও মঙ্গলবার জীবন যুদ্ধের কাছে হার মানলেন ২৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৭
Share:

চার দিন আগে এক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ডেভি ব্রাউনি জুনিয়র। কিন্তু, সেটাই তাঁর জীবনের শেষ যুদ্ধ হবে ভাবেননি কেউই। রিংয়ের ভিতরে অনেক যুদ্ধ জয় করলেও মঙ্গলবার জীবন যুদ্ধের কাছে হার মানলেন ২৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় যুবক। তাঁর মৃত্যু আলোড়ন ফেলে দিয়েছে গোটা অস্ট্রেলিয়ায়। প্রশ্ন উঠছে বক্সিংয়ের মান নিয়েও। অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এএমএ) এই মর্মান্তিক ঘটনার জন্য দেশজুড়ে বক্সিং বন্ধ করে দেওয়ার পক্ষে সরব হয়েছে। এএমএ-এর ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ফার্নিস বলেন, “একটা পাঞ্চই মৃত্যুর পক্ষে যথেষ্ট। তা সে কোনও নাইট ক্লাবে হোক বা বক্সিং রিংয়ে। সুতরাং বক্সিং এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত।”

Advertisement

কী ভাবে ব্রাউনির মৃত্যু হয়?

আইবিএফ সুপার ফেদারওয়েট নামে একটি আঞ্চলিক বক্সিং প্রতিযোগিতায় নেমেছিলেন ব্রাউনি। প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিলিপিন্সের কার্লো মাগালি। ১২ রাউন্ডের এই কনটেস্টে জোর লড়াই চলছিল দু’জনের মধ্যে। পাঞ্চের পর পাঞ্চ, আপারকাট— বক্সিং রিং কাঁপিয়ে হাততালির ঝড় বয়ে যাচ্ছিল স্টেডিয়ামে। কিন্তু সেই আনন্দের মুহূর্ত থামাতে লাগল মাত্র ৩০ সেকেন্ড। মাগালির জোর পাঞ্চে একেবারে ৩০ সেকেন্ডেই ঢলে পড়েন ব্রাউনি। তাঁকে তুলে একটা চেয়ারে বসানো হয়। তখনও কেউ আঁচ করতে পারেনি, ওই পাঞ্চ কতটা মারাত্মক হয়ে দাঁড়াবে। সঙ্গে সঙ্গেই ব্রাউনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে রিংয়ের বাইরে জীবনের সঙ্গে লড়ছিলেন এই যুবক। অবশেষে রিং-কে এ দিন চিরবিদায় জানালেন ব্রাউনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন