টুকরো খবর

রুটিন মহড়ার সময়ে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ভেঙে পড়ল মহাকাশ পর্যটন যান ‘স্পেসশিপ টু’। মারা গেলেন এক পাইলট। আর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মহাকাশ পর্যটন সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর এই যানটিকে অন্য একটি বিমানে করে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হতো। সেখান থেকে নিজস্ব রকেট ইঞ্জিন চালিয়ে মহাকাশে ঢুকে পড়ত ‘স্পেশশিপ টু’। পর্যটকদের নিয়ে মহাকাশ ছুঁয়ে ফিরে আসত স্পেস শাটলের মতো। শুক্রবার মোজাভে মরুভূমির বিমানঘাঁটি থেকে শুরু হয়েছিল মহড়া উড়ান।

Advertisement
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০২:৩২
Share:

টিম কুককে তোপ

Advertisement

রুটিন মহড়ার সময়ে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ভেঙে পড়ল মহাকাশ পর্যটন যান ‘স্পেসশিপ টু’। মারা গেলেন এক পাইলট। আর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মহাকাশ পর্যটন সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর এই যানটিকে অন্য একটি বিমানে করে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হতো। সেখান থেকে নিজস্ব রকেট ইঞ্জিন চালিয়ে মহাকাশে ঢুকে পড়ত ‘স্পেশশিপ টু’। পর্যটকদের নিয়ে মহাকাশ ছুঁয়ে ফিরে আসত স্পেস শাটলের মতো। শুক্রবার মোজাভে মরুভূমির বিমানঘাঁটি থেকে শুরু হয়েছিল মহড়া উড়ান।

Advertisement

মহাকাশ-বিমান ধ্বংস

মহড়ার সময়ে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ভেঙে পড়ল মহাকাশ পর্যটন যান ‘স্পেসশিপ টু’। মারা গেলেন এক পাইলট। গুরুতর আহত এক জন। মহাকাশ পর্যটন সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর এই বিশেষ বিমানটিকে অন্য একটি বিমানে করে বায়ুমণ্ডলের শেষ সীমায় নিয়ে যাওয়া হতো। সেখান থেকে নিজস্ব রকেট ইঞ্জিন চালিয়ে মহাকাশে ঢুকে পড়ত ‘স্পেশশিপ টু’। পর্যটকদের ঘুরিয়ে পৃথিবীতে ফিরে আসত সেটি। শুক্রবার মোজাভে মরুভূমির ঘাঁটি থেকে ওড়ার পর স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে যানটি ভেঙে পড়ে। অনেকের দাবি, যানটিতে বিস্ফোরণ ঘটে। তবে সংস্থার বক্তব্য, “বড় মাপের কোনও ত্রুটির জেরে ভেঙে পড়েছে স্পেসশিপ টু।” প্রসঙ্গত, ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর অন্যতম অংশীদার ব্রিটিশ শিল্পপতি রিচার্ড ব্র্যানসন।

ধ্বংস নাসার অ্যান্টারেস

সংবাদ সংস্থা • ভার্জিনিয়া

নভশ্চরদের জন্য প্রয়োজনীয় জিনিস, খাবার, গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন)-এর উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল নাসার চালকবিহীন পণ্যবাহী রকেট ‘অ্যান্টারেস’-এর।

ছবি: এএফপি।

প্রস্তুতি পর্বে কোনও যান্ত্রিক গোলযোগ চোখে পড়েনি বিজ্ঞানীদের। মঙ্গলবার উত্‌ক্ষেপণের কয়েক সেকেন্ডের মাথায় বিস্ফোরণ। লঞ্চ প্যাডের উপরেই ভেঙে পড়ল অ্যান্টারেস। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র তরফে জানানো হয়েছে, হতাহতের খবর নেই। উত্‌ক্ষেপণ কেন্দ্রের কর্মীরা নিরাপদেই আছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।

নেতার মৃত্যুদণ্ড
সংবাদ সংস্থা • ঢাকা

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে জামাতে ইসলামির প্রধান মতিউর রহমান নিজামিকে মৃত্যদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক বিশেষ ক্রাইম ট্রাইব্যুনাল। বুধবার এই সাজা ঘোষণার পরে ট্রাইব্যুনাল জানিয়েছে, ৭১ বছরের নিজামির জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনও শাস্তিই যথেষ্ট নয়। মুক্তিযুদ্ধের সময় নিজামি গণহত্যা, হত্যা, লুঠ, ধর্ষণ, অত্যাচার চালিয়েছিলেন বলে প্রমাণিত।


‘অল সেন্টস ডে’-র প্রার্থনায় পোপ ফ্রান্সিস। রোমের ক্যাম্পো-ডি-ভেরানোতে শনিবার। ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন