International news

ব্রিটেনের লাল ফোন বুথ বদলে যাচ্ছে কফি শপে!

ব্রিটেনের সেই লাল ফোন বুথ এ বার বদলে যাচ্ছে কফি শপে। বুথে ঢুকে আর ফোন হয়তো করতে পারবেন না, কিন্তু খানিক বসে কফি খেতে খেতে একটা ম্যাগাজিন পড়ে ফেলতেই পারেন আপনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ২০:০১
Share:

—ফাইল চিত্র।

ব্রিটেনের সেই লাল ফোন বুথ এ বার বদলে যাচ্ছে কফি শপে। বুথে ঢুকে আর ফোন হয়তো করতে পারবেন না, কিন্তু খানিক বসে কফি খেতে খেতে একটা ম্যাগাজিন পড়ে ফেলতেই পারেন আপনি।

Advertisement

১৯২৪ সালে গিলস গিলবার্ট স্কট এই ফোন বুথের নকশা বানিয়েছিলেন। তখন থেকেই ওই লাল ফোনবুথ ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। বহু সিনেমা, ছবি এবং ভিডিওতে তা একাধিকবার দেখানোও হয়েছে। সে সময়ে ব্রিটেনের রাস্তায় ভীষণ প্রয়োজনীয় ছিল এই ফোনবুথ।

কিন্তু বর্তমানে প্রায় সকলের হাতেই মোবাইল ফোন চলে আসায় এই বুথ প্রায় অপ্রচলিত হয়ে পড়ে।

Advertisement

তাই সেটাকে এ ভাবে নয়া রূপ দিতে চলেছে ব্রিটেনের টেলিকমিউনিকেশন কোম্পানি ব্রিটিশ টেলিকম। লন্ডনবাসীরা যাতে এই প্রকল্প রূপায়ণে এগিয়ে আসেন তার জন্য প্রচার করতেও শুরু করেছে ওই সংস্থা। ইচ্ছুক ব্যক্তিরা তা কিনে ইচ্ছামতো কফি শপ বানিয়ে নিতে পারেন।

আরও পড়ুন: ২ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হল ট্রাম্পের লাল ফেরারি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement