পাত্র ১০৩, পাত্রী ৯১!

তাঁরা নবদম্পতি। স্যুট-টাই পরা বরবাবাজি জর্জের বয়স ১০৩। পরম ভালবাসায় জড়িয়ে ধরলেন ৯১ বছরের কনে ডরেনের হাত। রাঙা ঠোঁটে নতুন কনের মুখে তখন লাজুক হাসি। এক ঘর আত্মীয়-বন্ধুর মাঝে দাঁড়িয়ে তাঁদের চোখে রোম্যান্সের ঝিলিক। যেন মুহূর্তেরা মুহূর্তের কাছে ঋণী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ১৩:৪৯
Share:

মুহূর্তেরা মুহূর্তের কাছে ঋণী...। ছবি: এএফপি।

তাঁরা নবদম্পতি। স্যুট-টাই পরা বরবাবাজি জর্জের বয়স ১০৩। পরম ভালবাসায় জড়িয়ে ধরলেন ৯১ বছরের কনে ডরেনের হাত। রাঙা ঠোঁটে নতুন কনের মুখে তখন লাজুক হাসি। এক ঘর আত্মীয়-বন্ধুর মাঝে দাঁড়িয়ে তাঁদের চোখে রোম্যান্সের ঝিলিক। যেন মুহূর্তেরা মুহূর্তের কাছে ঋণী।

Advertisement

১৩ জুন ২০১৫। ইংল্যান্ডের ইস্টবোর্নের জর্জ কিরবে এবং ডরেন লুকির কাছে দিনটি বিশেষ স্মরণীয়। কারণ ২৭ বছর লিভ টুগেদারের পর এ দিনই চার হাত এক হল। আর সেই সঙ্গে ইতিহাসে জায়গা করে নিলেন এই নবদম্পতি। বিশ্বের সব থেকে বয়স্ক নবদম্পতি হিসাবে নজির গড়লেন তাঁরা। ইস্টবোর্নের সমুদ্রের পাড়ে এক হোটেলে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বসেছিল এই বিয়ের আসর। সাত ছেলেমেয়ে, ১৫ জন নাতি, নাতনি এবং সাত জন প্রপৌত্র, প্রপৌত্রীর উপস্থিতিতে জমে উঠেছিল এই বয়স্ক দম্পতির বিবাহ বাসর।

সাদা পোশাকে নীল ফুলেল মায়া ছড়িয়ে বিয়ে করতে এসেছিলেন ডরেন। আর প্রাক্তন বক্সার জর্জের পরণে ছিল স্মার্ট স্যুট-টাই। দিন কয়েক আগে পড়ে যাওয়ায় হুইল চেয়ারে করেই বিয়ের আসরে হাজির ছিলেন ১০৩ বছরের বর। যুগলে জানিয়েছেন, সারা জীবনে তাঁদের কোনও আক্ষেপ নেই। তাই এই ‘লেট ম্যারেজ’ বেশ উপভোগই করলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement