পাকিস্তানি বংশোদ্ভূত কট্টরপন্থী ইসলামি প্রচারক আনজেম চৌধুরিকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত। ব্রিটিশ যুবকদের একাংশকে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করার পিছনে আনজেমের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর আদর্শেই প্রভাবিত হয়ে আইএসে যোগ দিয়েছিলেন ব্রিটিশ বাঙালি যুবক সিদ্ধার্থ ধর। সিরিয়ায় আইএসের কম্যান্ডার সিদ্ধার্থ এখন আবু রুমাইসাহ নামে পরিচিত তিনি। আবার ঢাকার গুলশনে হামলাকারীদের এক জনও আনজেমের অনুগামী বলে পরিচিত।