COVID-19

Covid 19: টানা ৪৩ বার করোনা পজিটিভ! ১০ মাস পর সুস্থ ব্রিটেনের এক বৃদ্ধ

পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা বছর বাহাত্তরের ডেভ স্মিথ। গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৭:২৯
Share:

প্রতীকী ছবি।

৪৩ বার করোনা পজিটিভ ধরা পড়েছিল। টানা দমশ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে। ব্রিটেনের সেই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন।

Advertisement

পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা বছর বাহাত্তরের ডেভ স্মিথ। গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেভ বলেন, “একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সকলকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।”

যত বারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দশ মাস ধরে এক জন কী ভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

Advertisement

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষমেশ ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কী ভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement