International News

প্রাণের বৈশাখে মিলে যাবে দুই বাংলা

বাঙালিরা কী ভাবে নতুন বছরকে বরণ করেন, কতটা জাঁকজমক আর হইহট্টগোলের সমাহার হয় তাতে, সেই ছবিই তুলে ধরা হয়েছে বুশরার নতুন ভিডিওতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ১৯:১৩
Share:

বুশরা শাহরিয়ারের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিজিৎ ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।

পয়লা বৈশাখ উদ্‌যাপনে একসঙ্গে মিলল দুই বাংলা। সৌজন্যে, একটি নতুন মিউজিক ভিডিও।

Advertisement

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের সঙ্গে ওই মিউজিক ভিডিওতে দেখা যাবে টালিগঞ্জের মডেল-অভিনেতা অভিজিৎ ভট্টাচার্যকে। পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতায় বসবে বিশাল এক মেলা। নাম ‘প্রাণের বৈশাখ’।

পয়লা বৈশাখকে ‘প্রাণের বৈশাখ’ মিউজিক ভিডিওর মাধ্যমেই স্বাগত জানাবেন বুশরা।

Advertisement


আরও পড়ুন: ভাইরাল ভ্রুকুটি! সাংবাদিকে খাপ্পা চিন

আরও পড়ুন: পানি পেলাম না, আক্ষেপ হাসিনার

বুশরার সঙ্গে জুটি বেঁধে এটাই প্রথম কাজ অভিজিতের। —নিজস্ব চিত্র।

বাঙালিরা কী ভাবে নতুন বছরকে বরণ করেন, কতটা জাঁকজমক আর হইহট্টগোলের সমাহার হয় তাতে, সেই ছবিই তুলে ধরা হয়েছে বুশরার নতুন ভিডিওতে। ‘প্রাণের বৈশাখে’ কণ্ঠের পাশাপাশি সুরও দিয়েছেন বুশরা নিজে। গানের আয়োজনে রয়েছেন অমিত চট্টোপাধ্যায়। বুশরার সঙ্গে জুটি বেঁধে অভিজিতের এটাই প্রথম কাজ। এর আগে মডেলিং করেছেন তিনি। পাশাপাশি রয়েছে টেলি-সিরিয়াল স্ত্রী-র মুখ্য চরিত্রে অভিনয় করা। ভিডিওটি পরিচালনায় রয়েছেন অমিত সুর। চলতি মাসেই তা রিলিজ করবে ইউটিউবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement