Camila Cabello

কেনসিংটন প্রাসাদে চুরি গায়িকার, কী বললেন কেট-উইলিয়াম!

ক্যামিলা জানিয়েছেন, বিবিসি রেডিয়ো ওয়ানের সঞ্চালক গ্রেগ জেমসও কেনসিংটন প্যালেসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৬:০২
Share:

নিজেই চুরির কথা জানালেন ক্যামিলা। —ফাইল চিত্র।

নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চুরি রাজপ্রাসাদে। সর্বসমক্ষে সে কথা স্বীকার করলেন বিখ্যাত গায়িকা ক্যামিলা কাবেলো। সেই সঙ্গে জানিয়েও দিলেন, চুরি করা জিনিস নিজের কাছেই গচ্ছিত রেখেছেন। ফেরত দেওয়ার কোনও ইচ্ছাই নেই তাঁর।

Advertisement

বিশ্বের বিভিন্ন প্রান্তের অল্পবয়সী প্রতিভাদের নিয়ে সম্প্রতি বিশেষ অনুষ্ঠান ছিল ব্রিটেনের কেনসিংটন প্যালেসে। সেখানে সকলের সঙ্গে আলাপ করেন প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট। সেই অনুষ্ঠানেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্যামিলা।

ক্যামিলা জানিয়েছেন, বিবিসি রেডিয়ো ওয়ানের সঞ্চালক গ্রেগ জেমসও কেনসিংটন প্যালেসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করতে গ্রেগই তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যা করে দেখান তিনি।

Advertisement

আরও পড়ুন: খাগড়াগড় চক্রী হাতকাটা নাসিরুল্লার মৃত্যুদণ্ড, হোলি আর্টিজান মামলায় সাজা বাংলাদেশে​

ক্যামিলা জানান, কেট ও উইলিয়ামের সঙ্গে আলাপের ঠিক আগে তাঁকে রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন গ্রেগ। আগু পিছু না ভেবে তিনিও একটি পেনসিল তুলে নেন। কিন্তু পর ক্ষণেই প্রাসাদের এক নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানিয়ে দেন গ্রেগ। প্রথমে তাতে হকচকিয়ে গেলেও, মায়ের ব্যাগে পেনসিলটি ঢুকিয়ে দেন ক্যামিলা। বার বার পেনসিল ফিরিয়ে দিতে বললেও, মায়ের কথা শোনেননি তিনি। চুরি করা পেনসিলটি আজও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।

কেনসিংটন প্রাসাদের টুইট।

আরও পড়ুন: মৃত হরিণের পেট থেকে কী কী বেরিয়ে এল দেখুন!​

ক্যামিলার এই স্বীকারোক্তি নিয়ে সরাসরি এখনও কোনও মন্তব্য করেননি কেট ও উইলিয়াম। তবে কেনসিংটন প্যালেস নামে তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বিষয়টি নিয়ে টুইট করা হয়। তাতে কড়া কথা শোনানোর বদলে একটি ইমোজি পোস্ট করা হয়, যার অর্থ ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ বিষয়টি ভালই উপভোগ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন