মস্করা হানায় আতঙ্ক কানে

সমুদ্রের কাছেই পাঁচতারা হোটেল ডু ক্যাপ। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে অতিথিরা অনেকেই সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই চোখে পড়ে, হোটেলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে একটি স্পিডবোট। তাতে পতপত করে উড়ছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকার মতোই একটি পতাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:৪২
Share:

সমুদ্রের কাছেই পাঁচতারা হোটেল ডু ক্যাপ। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে অতিথিরা অনেকেই সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই চোখে পড়ে, হোটেলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে একটি স্পিডবোট। তাতে পতপত করে উড়ছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকার মতোই একটি পতাকা। হেলমেট আর জঙ্গিদের মতো পোশাক পরা জনা দশেক লোককে সেই স্পিডবোটে চেপে হোটেলের দিকে আসতে দেখে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নেমে আসেন হোটেলের সুইমিং পুল সংলগ্ন এলাকায়। পরে জানা যায়, গোটাটাই ছিল মস্করা। শুক্রবার ছিল ১৩ মে— ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’। ১৩ তারিখ ও শুক্রবারের এই সমাপতনকে অশুভ মনে করেন অনেকেই। সেই সুযোগটা নিয়েই ফ্রান্সের একটি ইন্টারনেট সংস্থা এ ভাবে জঙ্গি সেজে প্রচারে নেমেছিল।
এর আগে ১৩ তারিখ শুক্রবার পড়েছিল ২০১৫ সালের নভেম্বরে। সে দিনই প্যারিসে জঙ্গি হানায় নিহত হন ১৩০ জন। কান চলচ্চিত্র উৎসব ঘিরেও তাই ছিল কড়া সতর্কবার্তা। তবে এই ঘটনাকে নিছক মজা হিসেবে দেখছে না পুলিশ। গ্রেফতার না করলেও জঙ্গি সাজা ১০ জনকে আটক করেছে তারা। এর আগেও সংস্থাটি এভাবে জঙ্গি সেজে প্রচারে নেমেছিল। কানের বিচার বিভাগীয় এক কর্তা জানিয়েছেন, আতঙ্ক ছড়ানো ও সমুদ্র আইন ভাঙার জন্য তাদের কড়া মূল্য চোকাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement