কালো ব্যাগে কি খাশোগির দেহ? প্রকাশ্যে ভিডিয়ো

ফের বোমা ফাটাল তুরস্কের মিডিয়া। এ বার প্রকাশ্যে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, দু’হাতে দু’টো বড় কালো রঙের ব্যাগ নিয়ে ইস্তানবুলে সৌদি কনসাল জেনারেলের বাড়িতে ঢুকছেন একটি লোক। তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যাগের মধ্যেই ছিল নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষ। 

Advertisement

সংবাদ সংস্থা

ইস্তানবুল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০৩:১৭
Share:

ভিডিয়োর সেই দৃশ্য। হিট-টিমের এক জনের হাতে রহস্যময় কালো ব্যাগ।

ফের বোমা ফাটাল তুরস্কের মিডিয়া। এ বার প্রকাশ্যে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, দু’হাতে দু’টো বড় কালো রঙের ব্যাগ নিয়ে ইস্তানবুলে সৌদি কনসাল জেনারেলের বাড়িতে ঢুকছেন একটি লোক। তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যাগের মধ্যেই ছিল নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষ।

Advertisement

গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে ইস্তানবুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন খাশোগি। এর পরে আর দীর্ঘদিন খোঁজ মেলেনি সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ওরফে এমবিএস-এর এই সমালোচকের। পরে তদন্তে জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো একটি বিশেষ দল কনসুলেটেই খুন করেছিল তাঁকে। শ্বাসরোধ করে মেরে দেহটাকে টুকরো টুকরো করে কেটে রাসায়নিকে মিশিয়ে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। খাশোগি-হত্যার শেষ মুহূর্তের একটি অডিয়ো টেপও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে খাশোগির আর্তনাদ থেকে করাতে তাঁর দেহটা কাটার আওয়াজ, শোনা গিয়েছে সবই। কিন্তু তার পরে কী হয়েছিল, জানা যায়নি। সেই অংশটিই ধরা পড়েছে নয়া ভিডিয়োয়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, সৌদি ‘হিট টিম’-এর কিছু লোক সৌদি কনসাল-জেনারেলের বাড়ির সামনে একটি ভ্যান থেকে নামলেন। সেখান থেকে বেশ কয়েকশো মিটার দূরে সৌদি কনসুলেট। দু’হাতে দু’টো কালো ব্যাগ নিয়ে কনসাল-জেনারেলের বাড়িতে ঢুকলেন এক জন। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি, ওই ব্যাগ দু’টিতে খাশোগির দেহাবশেষ ছিল।

Advertisement

তুরস্ক বারবারই দাবি করেছে, খাশোগিকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এই খুনের পিছনে রয়েছেন সৌদির বড় মাথারা। এমনকি এমবিএসও। খাশোগির দেশ অবশ্য তা অস্বীকার করে এসেছে। গত মাসে সৌদি প্রশাসন পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের নাম-পরিচয় অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। অন্য ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলছে।

নতুন ভিডিয়োটি তুরস্কের একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে। খবর হয়েছে তুরস্কের একটি দৈনিকেও। তুরস্কের গোয়েন্দা বিভাগের সঙ্গে ঘনিষ্ট যোগ রয়েছে ওই সংবাদপত্রের। খাশোগি হত্যা সংক্রান্ত একাধিক বোমা ফাটিয়েছে তারা। তুরস্কের ওই দৈনিকের সাংবাদিক ফেরহাত উনলু একটি বইও লিখেছেন, ‘ডিপ্লোমেটিক অ্যাট্রোসিটি: দ্য ডার্ক সিক্রেটস অব খাশোগি মার্ডার’। উনলু জানিয়েছেন, কনসাল-জেনারেলের বাড়িতে একটি কুয়ো রয়েছে। গোটা বাড়ি তল্লাশি করা হলেও ওই কুয়োটি ভাল করে পরীক্ষা করতে দেওয়া হয়নি তদন্তকারীদের। যে কালো প্যাকেট নিয়ে কনসাল জেনারেলের বাড়িতে ঢুকেছিল হিট-টিম, তা নিয়ে বেরিয়ে আসার কোনও প্রমাণ নেই। দুই আর দুইয়ে চার করছেন উনলু।

আরও এক ধাপ এগিয়ে একটি প্রথম সারির মার্কিন দৈনিকের ব্যাখ্যা: ‘‘এ বার সরাসরি প্রমাণ মিলল। কনসুলেটে থেকে একটি ভ্যান কনসাল-জেনারেলের বাড়ি গিয়েছিল। হিট-টিমের একটি লোক ভ্যান থেকে কালো রঙের ব্যাগ নামায়। এতে বোঝাই যাচ্ছে, খাশোগির দেহাবশেষ কনসাল-জেনারেলের বাড়িতে আনা হয়েছিল। এত দিন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল, খাশোগির দেহ কোথায় গেল? তদন্তে এ বার এই দিকটাই জোর দেওয়া উচিত। কনসাল-জেনারেলের বাড়িতে কী হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন