Rafale Jet

ভারত-পাক সংঘাতের প্রসঙ্গ টেনে রাফালের ‘ব্যর্থতা’ নিয়ে ব্যবসায়িক প্রচারে চিন! বলছে ফরাসি গোয়েন্দাদের রিপোর্ট

রাফাল নয়, চিনের যুদ্ধবিমান কিনুন! ফরাসি যুদ্ধবিমানের ‘ব্যর্থতার’ আখ্যান তুলে ধরে বিভিন্ন দেশকে নাকি এমনটাই বোঝাচ্ছে বেজিং। ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৮:৪৮
Share:

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। —ফাইল চিত্র।

রাফাল নয়, চিনের যুদ্ধবিমান কিনুন! ফরাসি যুদ্ধবিমানের ‘ব্যর্থতার’ আখ্যান তুলে ধরে বিভিন্ন দেশকে নাকি এমনটাই বোঝাচ্ছে বেজিং। ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে সংবাদসংস্থা এপি-র একটি প্রতিবেদনে।

Advertisement

ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, নিজেদের যুদ্ধাস্ত্র বিক্রি করতে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টানছে চিন। ইসলামাবাদের সঙ্গে সুর মিলিয়ে বেজিং দাবি করছে যে, ওই সংঘাতে পাকিস্তানের ব্যবহার করা চিনা যুদ্ধবিমানের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়েছে ভারতের ব্যবহৃত রাফাল যুদ্ধবিমান।

রাফালের বিরুদ্ধে অপপ্রচার চালাতে চিন বিভিন্ন দেশে থাকা তাদের দূতাবাসগুলিকে ব্যবহার করছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাফাল বিক্রি নিয়ে যে দেশগুলির সঙ্গে ফ্রান্সের কথাবার্তা এগিয়ে গিয়েছে, সেই দেশগুলিকে রাফাল না-কেনার ‘পরামর্শ’ দিচ্ছে চিন। তার পরিবর্তে চিনা যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হচ্ছে। রাফালের ‘ব্যর্থতা’ প্রমাণে ভাঙা যুদ্ধবিমানের ভুয়ো ছবি, ভিডিয়ো দেখানো হচ্ছে বলেও অভিযোগ। সংবাদসংস্থা এপি জানিয়েছে, ফ্রান্সের এক সামরিক আধিকারিক তাদের এই গোয়েন্দা রিপোর্টটি দিয়েছে। তবে প্রাক্-শর্ত অনুযায়ী ওই আধিকারিক এবং গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করেনি এপি।

Advertisement

পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, গত মে মাসে ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তা মেনে নেন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান। কিন্তু সেনা সর্বাধিনায়কের কথায় স্পষ্ট হয়নি যে, রাফাল যুদ্ধবিমানই ধ্বংস হয়েছে কি না। ‘অপারেশন সিঁদুর’-এর সময় তিনটি রাফাল-সহ ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। রাফালের প্রস্তুতকারী সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন অবশ্য পাকিস্তানের ওই দাবি ‘ঠিক নয়’ বলে জানায়। একই সঙ্গে সংস্থাটির তরফে জানানো হয়, এই বিষয়ে ভারত তাদের কিছু জানায়নি। তবে তিনটি রাফাল গুলি করে নামানোর দাবি সঠিক নয় বলে জানান সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার।

ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে বায়ুসেনা। সম্প্রতি ৬৩ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement