Dalai Lama

তিব্বতিদের ধর্মগুরু বাছাইয়ে হস্তক্ষেপ নয়! দলাই লামার ৯০তম জন্মদিনে চিনের নাম না-করে বার্তা আমেরিকার

হোয়াইট হাউসের বিবৃতিতে লেখা হয়েছে, “আমেরিকা তিব্বতিদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে সম্মান করার বিষয়ে দায়বদ্ধ। তিব্বতিদের ভাষাগত, সংস্কৃতিগত এবং ধর্মীয় ঐতিহ্য, এমনকি বিনা হস্তক্ষেপে ধর্মীয় গুরু বাছাই করার অধিকারকে আমরা সমর্থন করি।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৫:২৩
Share:

দলাই লামা। —ফাইল চিত্র।

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা রবিবার ৯০ বছরে পা দিলেন। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠানো হচ্ছে চতুর্দশ দলাই লামাকে। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আমেরিকাও। তবে হোয়াইট হাউসের বার্তায় নাম না-করেই চিনকে নিশানা করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

Advertisement

রবিবার (ভারতীয় সময় অনুসারে) আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়োর বিবৃতিতে দলাই লামাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “উনি নিশ্চয়ই একতা, শান্তি এবং সহানুভূতির বার্তা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করার কাজ চালিয়ে যাবেন।” তার পরেই ওই বিবৃতিতে লেখা হয়েছে, “আমেরিকা তিব্বতিদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে সম্মান করার বিষয়ে দায়বদ্ধ। তিব্বতিদের ভাষাগত, সংস্কৃতিগত এবং ধর্মীয় ঐতিহ্য, এমনকি বিনা হস্তক্ষেপে ধর্মীয় গুরু বাছাই করার অধিকারকে আমরা সমর্থন করি।”

প্রসঙ্গত, প্রায় ছ’দশক আগে অধুনা চিন অধিকৃত তিব্বত থেকে গোপনে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দলাই লামা। তখন তাঁর বয়স মাত্র ২৪! তাঁর সঙ্গেই চিন-অধিকৃত তিব্বত ছেড়ে পালিয়ে এসেছিলেন তাঁর পরিজন ও অনুগামীরা। হিমাচল প্রদেশের ধর্মশালা-সহ ভারতের বিভিন্ন এলাকায় ঠাঁই পেয়েছিলেন কয়েক হাজার তিব্বতি বৌদ্ধ। কিন্তু সেই সময় থেকেই তিব্বতি বৌদ্ধ ধর্মের নিয়ন্ত্রণ নিয়ে চিন এবং দলাই লামার মধ্যে টানাপড়েন শুরু হয়। বেজিংয়ের বক্তব্য, তাদের অনুমতি নিয়েই পরবর্তী দলাই লামাকে মনোনয়ন করতে হবে। চতুর্দশ দলাই লামা অবশ্য জানিয়েছেন, পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

Advertisement

বিষয়টি নিয়ে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যেও চাপানউতর তৈরি হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, “উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া প্রচলিত নিয়ম মেনে এবং বর্তমান দলাই লামার ইচ্ছানুসারেই হবে। পরবর্তী দলাই লামা কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।” তারই জবাব দেয় চিনও। শুক্রবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “ভারতের উচিত তার কথা এবং কাজে সতর্কতা অবলম্বন করা। তিব্বত সম্পর্কিত চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করাই ভাল। এতে চিন এবং ভারতের সম্পর্ক উন্নতির উপর প্রভাব পড়তে পারে।’’ ঘটনাচক্রে, তার পরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কারও ধর্মীয় বিশ্বাস বা আচরণের বিষয়ে কথা বলে না ভারত। শুধু তা-ই নয়, এই বিষয়ে ভারত কোনও অবস্থানও নেয় না বলেও জানান রণধীর।

জন্মদিনের বার্তায় নিজেকে ‘সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী’ বলে অভিহিত করে দলাই লামা মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা দেন। হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁর জন্মদিনের অনুষ্ঠানে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছেন রিজিজু। সমাজমাধ্যমে একটি পোস্ট করে দলাই লামাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “দলাই লামা ভালবাসা, সহানুভূতি, ধৈর্য এবং শৃঙ্খলার প্রতীক। আমরা ভারতীয়রা দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement