কৃত্রিম দ্বীপে গোপনে মোতায়েন চিনা মিসাইল, ফের উত্তপ্ত প্যারাসেল

দক্ষিণ চিন সাগরে তৈরি করা কৃত্রিম দ্বীপে গোপনে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চিন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। উপগ্রহ চিত্রে বেজিং-এর এই গোপন রণসজ্জার ছবি ধরা পড়েছে। পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে তাইওয়ান জানিয়েছে, প্যারাসেল আইল্যান্ডসে চিনা গতিবিধির উপর এ বার কড়া নজর রাখছে তাইওয়ানের সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৭
Share:

দক্ষিণ চিন সাগরে তৈরি করা কৃত্রিম দ্বীপে গোপনে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চিন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। উপগ্রহ চিত্রে বেজিং-এর এই গোপন রণসজ্জার ছবি ধরা পড়েছে। পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে তাইওয়ান জানিয়েছে, প্যারাসেল আইল্যান্ডসে চিনা গতিবিধির উপর এ বার কড়া নজর রাখছে তাইওয়ানের সেনা।

Advertisement

দক্ষিণ চিন সাগরের প্রায় পুরোটাকেই নিজেদের জলসীমা বলে দাবি করে চিন। প্যারাসেল আইল্যান্ডস এবং স্প্র্যাটলি আইল্যান্ডস এলাকায় কৃত্রিমভাবে ভূপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে তারা দ্বীপ তৈরি করেছে। চিন সাগরের বুকে একাধিক নৌ-ঘাঁটি বানিয়ে গোটা এলাকায় আধিপত্য কায়েমের জন্যই বেজিং-এর এই পদক্ষেপ। দাবি আমেরিকা, জাপান-সহ বিভিন্ন দেশের। আন্তর্জাতিক জলসীমাকে দখল করার এই চিনা প্রচেষ্টার বিরুদ্ধে আমেরিকা বহু বার হুঁশিয়ারি দিয়েছে। সরব জাপানও। আমেরিকা হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেনি। কৃত্রিম দ্বীপে চিনা কর্তৃত্বকে নস্যাৎ করতে স্প্র্যাটলি আইল্যান্ডসের কাছে একাধিকবার যুদ্ধজাহাজ পাঠিয়েছে পেন্টাগন। তা নিয়ে ওয়াশিংটন-বেজিং বাগযুদ্ধ চরমে উঠেছে বার বার। শোনা গিয়েছে যুদ্ধের হুঙ্কারও। কিন্তু দমতে নারাজ কোনও পক্ষই।

আরও পড়ুন:

Advertisement

খুব গোপনে কালি-৫০০০ তৈরি করে ফেলেছে ভারত, বিপদ দেখছে চিন

চিনা মানচিত্রে আন্দামান-নিকোবর, উস্কানির চেষ্টা বেজিং-এর, বলছে ভারত

স্প্র্যাটলি আইল্যান্ডস চিনের উপকূল থেকে অনেক দূরে। প্যারাসেল তার তুলনায় চিনা মূল ভূখণ্ডের কিছুটা কাছে। সেই প্যারাসেল-এর উড আইল্যান্ড নামের একটি দ্বীপেই চিন ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সে কথা। উপগ্রহ চিত্রে পাওয়া ছবি দেখার পর আমেরিকা সুর চড়াতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রপ্রধানদের এক সম্মলনে সদ্য বলেছেন, দক্ষিণ চিন সাগরে সমরাস্ত্রের প্রতিযোগিতা বন্ধ হোক। কিন্তু উপগ্রহ চিত্র বলছে, ক্যালিফোর্নিয়ায় যখন সেই সম্মেলন চলছে, তার মধ্যেই গোপনে উড আইল্যান্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছিল চিন। দক্ষিণ চিন সাগরে এর পর নজরদারি আরও কড়া করতে চলেছে মার্কিন নৌসেনা। হুঁশিয়ারি পেন্টাগনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন