India China

India-China: সীমান্তে যতই বিবাদ হোক, চিনের ‘অন্নদাতা’ ভারতই, মিলল চাঞ্চল্যকর তথ্য

ভারত থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে চিন। ২০২১-২২ অর্থবর্ষে ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল কিনেছে ড্রাগনের দেশ। মিলল এই তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১০:৫৯
Share:

প্রতীকী ছবি।

বছর দু’য়েক ধরেই সীমান্ত বিবাদ ঘিরে ভারত-চিন সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। ২০২০ সালে ইন্দো-চিন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু এত তিক্ততার মধ্যেও ভারত ‘অন্নদাতা’-র ভূমিকা পালন করছে ড্রাগনের দেশের জন্য। ভারতীয় ভাঙা চাল বা খুদ আমদানিকৃত দেশের তালিকায় শীর্ষে রয়েছে চিন। ভারত থেকে চিনই সবচেয়ে বেশি ভাঙা চাল বা খুদ কেনে, এমনই এক তথ্য এ বার সামনে এল।

Advertisement

এক পরিসংখ্যান সূত্রে জানা যাচ্ছে, অতিমারি-পর্বে ভারত থেকে চিন ১৬.৩৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করেছে। ওই সময় (২০২১-২২ অর্থ বর্ষ) ভারত মোট চাল রপ্তানি করেছিল ২১২.১০ লাখ মেট্রিক টন। তার ৭.৭ শতাংশই আমদানি করেছে চিন।

Advertisement

আরও জানা গিয়েছে, ভারত থেকে চিন মোট চাল আমদানি করেছে ১৬.৩৪ লাখ মেট্রিক টন। তার প্রায় ৯৭ শতাংশ অর্থাৎ ১৫.৭৬ লাখ মেট্রিক টনই ভাঙা চাল বা খুদ। ভারত থেকে যে দেশগুলি ভাঙা চাল বা খুদ কেনে, তাদের মধ্যে চিন শীর্ষ স্থানে রয়েছে। আগে আফ্রিকার দেশগুলিকে ভাঙা চাল বেশি পরিমাণে রপ্তানি করা হত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন