Super Computer

কম্পিউটারে টেক্কা চিনের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের যে হিসেব কষতে ২০০ কোটি বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা সারা যাচ্ছে এতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:২১
Share:

—ফাইল চিত্র

একটি সুপারকম্পিউটারের যে হিসেবে কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে ফেলে গত বছর বিশ্ব জুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ। অতিনিম্ন তাপমাত্রা ও অতিপরিবাহী ধাতুর ব্যবহার হয়েছে এটিতে। ‘সায়েন্স’ পত্রিকায় চিনের এক দল গবেষক দাবি করেছেন, আলোর কণা তথা ফোটনকে কাজে লাগিয়ে ‘জিউঝাং’ নামে তাঁরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের যে হিসেব কষতে ২০০ কোটি বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা সারা যাচ্ছে এতে। বাস্তবে এখনও কোনও কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ওঠা যায়নি। গুগল, আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজ়ন, ইন্টেল ও বহু নতুন উদ্যোগ বিপুল অর্থ ঢালছে এই লক্ষ্যে পৌঁছতে। চিনের হেফেই শহরের ‘ইউনিভার্সিটি অব সায়েন্সেস অব চায়না’-র ওই গবেষক দলের দাবি, বাকি বিশ্বের চেয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটি তাদের মুঠোয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement