China Pakistan Economic Corridor

রাস্তার নামে সামরিক প্রকল্প বানাচ্ছে চিন, বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরে

ইউকেপিএনপি-র দাবি, পাক অধিকৃত কাশ্মীরে বেআইনি দখলদারি চালাচ্ছে পাকিস্তান। বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ করে তা দিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত পাক সেনা অফিসার, আমলা ও ব্যবসায়ীদের। পাকিস্তানের প্রভাবশালী মানুষদের কাছে পাক অধিকৃত কাশ্মীর হয়ে দাঁড়িয়েছে আমোদ প্রমোদের জায়গা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৬:৪৫
Share:

ফাইল চিত্র।

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে এবার রাস্তায় নামলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের বিক্ষোভের কারণ, চিনের স্বপ্নের প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’। তিনটি মহাদেশ জুড়ে তৈরি হতে থাকা এই রাস্তার একটি অংশ যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে। এই অঞ্চলের বাসিন্দাদের একাংশের দাবি, মুখে বাণিজ্যের কথা বললেও আসলে সামরিক উদ্দেশ্যেই এই রাস্তা বানাচ্ছে চিন। এই প্রকল্পের জন্য পাক অধিকৃত কাশ্মীরীদের জমি নেওয়া হলেও কোনও সুফল তাঁরা পাচ্ছেন না, এই অভিযোগেই এখন বিক্ষোভে সামিল হয়েছেন কাশ্মীরীদের একাংশ।

Advertisement

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি (ইউকেপিএনপি)-র নেতৃত্বেই চলছে এই বিক্ষোভ। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে তৈরি হওয়া এই সংগঠনের সদস্যদের অভিযোগ, ‘‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সাধারণ মানুষের জন্য নয়। এই প্রকল্পের জন্য এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রকল্প থেকে বেরিয়ে আসার জন্য স্থানীয় রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনের পাকিস্তানকে চাপ দেওয়া উচিত।’’

আনুমানিক ৫০০০ কোটি ডলারের এই প্রকল্পের মাধ্যমে যুক্ত হয়ে যাবে চিনের কাশগড় আর পাকিস্তানের গ্বাদর সমুদ্রবন্দর। ৩০০০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ও রেলপথের একটি অংশ যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে। ইউকেপিএনপি নেতৃত্বের অভিযোগ, ‘‘কৌশলগত কারণে এলাকায় সামরিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই রাস্তা। এর সঙ্গে স্থানীয় মানুষের উন্নয়নের কোনও সম্পর্ক নেই।’’

Advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টাও কাটল না, কাশ্মীরে ফের যুবককে অপহরণ করল জঙ্গিরা

একই সঙ্গে ইউকেপিএনপি-র দাবি, পাক অধিকৃত কাশ্মীরে বেআইনি দখলদারি চালাচ্ছে পাকিস্তান। বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ করে তা দিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত পাক সেনা অফিসার, আমলা ও ব্যবসায়ীদের। পাকিস্তানের প্রভাবশালী মানুষদের কাছে পাক অধিকৃত কাশ্মীর হয়ে দাঁড়িয়েছে আমোদ প্রমোদের জায়গা। এর প্রতিবাদেই পাক অধিকৃত কাশ্মীর সহ পৃথিবীর নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: ‘পাল্টি খাওয়াই রাজনীতির অঙ্গ’, নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করলেন ইমরান

বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে এই রাস্তা যাওয়া নিয়ে নিজেদের আপত্তির কথা আগেই জানিয়েছিল ভারত। কিন্তু সেই আপত্তিকে কোনও গুরুত্ব দেয়নি চিন ও পাকিস্তান। কিন্তু এই রাস্তাই এখন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াচ্ছে। কোনও কোনও মহলের দাবি, চিনের ফায়দা দেখতে গিয়ে আসলে নিজের বিপদই ডেকে আনছে ইসলামাবাদ।

আরও পড়ুন: ঋণের ফাঁদে ইসলামাবাদ, বন্ধুত্বের মুখোশে পাকিস্তানে লুঠ চালাচ্ছে চিন?

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement