International News

সেই দুর্ঘটনার ছ’বছর পরে বুলেট ট্রেনের গতি বাড়াল চিন!

চিনের ওয়েনঝৌউতে গত ২০১১ সালের জুলাইয়ে একটি বড়সড় ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৪০ জন। এর পর থেকেই ওই হাই-স্পিড বুলেট ট্রেনের গতি কমিয়ে আনা হয় ঘণ্টায় ৩০০ কিলোমিটারে।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

ছ’বছর পর বুলেট ট্রেনের গতি আরও বাড়াল চিন। এ বার থেকে বেজিং-সাংহাই রেল লাইনে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

Advertisement

চিনের ওয়েনঝৌউতে গত ২০১১ সালের জুলাইয়ে একটি বড়সড় ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৪০ জন। এর পর থেকেই ওই হাই-স্পিড বুলেট ট্রেনের গতি কমিয়ে আনা হয় ঘণ্টায় ৩০০ কিলোমিটারে।

আরও পড়ুন

Advertisement

চলছে বউ কেনাবেচা, পুলিশের জালে ৮ আরব শেখ

ধূমপানে বারণ করায় যুবককে পিষে মারল আইনজীবী

চিনের রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে এ বার থেকে বেজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে ৪ ঘণ্টা ২৮ মিনিট। বুলেট ট্রেনের গতি কমানোর পর ১ হাজার ৩১৮ কিলোমিটারের ওই সফরে ঘণ্টাখানেক বেশি সময় লাগত।

চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই মোট ১৪টি বুলেট ট্রেন ছুটবে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিবেগে।

রেল সূত্রে খবর, বেজিং ও সাহাং— এই দুই শহরের মধ্যে ফি বছরে রেলপথে যাতায়াত করেন প্রায় ১০ কোটি যাত্রী। চিনের রেলওয়ে কর্পোরেশনের এক আধিকারিক হুয়াং শিন বলেন, “সফরকারীদের মধ্যেই বুলেট ট্রেনের এতই চাহিদা যে এক সপ্তাহ আগে থেকেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন