লাল চিনে ভাইরাল লাল অন্তর্বাসের সংস্কার!

ভাগ্যের লেখন কি কেউ বদলাতে পারে? চিনাদের মতে বদলানো যায় বইকি। তার জন্য অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম। পরতে হবে বিশেষ অন্তর্বাস! যে সে নয় কিন্তু, গাঢ় লাল রঙের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ১৮:০৮
Share:

ভাগ্যের লেখন কি কেউ বদলাতে পারে? চিনাদের মতে বদলানো যায় বইকি। তার জন্য অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম। পরতে হবে বিশেষ অন্তর্বাস! যে সে নয় কিন্তু, গাঢ় লাল রঙের।

Advertisement

চিনার এখন মজেছে লাল অন্তর্বাসে। তা সে মহিলা হোক বা পুরুষ। আর তা কেনার জন্যই ভিড় উপছে পড়ছে চিনের দোকানে দোকানেও। এ যেন সত্যিই নিজের ‘লাক’ পরে চলার জোগার!

আর হবে নাই বা কেন? ধনতেরসে ভারতীয়রাও তো সৌভাগ্যের জন্য সোনা বা মূল্যবান ধাতু কিনতে গয়নার দোকানে ভিড় জমিয়েছিল। ঠিক তেমনই চিনা জোডিয়াক মতে আগামী বছরের সৌভাগ্য পেতে লাল অন্তর্বাস পরাটা ‘মাস্ট’। চিনে অবশ্য প্রগতির রং এখন লাল। আর এর সঙ্গেই মিশে গিয়েছে চিনের সংস্কারের রং-ও।

Advertisement

চিনা জোডিয়াক অনুযায়ী আগামী বছরের প্রতীক হল বাঁদর। চিনা ভাষায় বাঁদরকে বলে ‘সারু’। যার অর্থ ‘গো অ্যাওয়ে’। চিনা পৌরাণিক মতে, এই সময়ে লাল অন্তর্বাস কঠিন দুরারোগ্য অসুখকেও দূরে সরিয়ে রাখে। আপনিও কি নিজের ‘লাক’ পরে চলতে চান কি না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন