Syria at War

সিরিয়ার গৃহযুদ্ধ নতুন মোড় নিল! সংখ্যালঘু অধ্যুষিত প্রদেশে দখলে অভিযান শুরু সুন্নি যোদ্ধাবাহিনীর

গত রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং সরকারি সেনা মিলে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২২:৫৪
Share:

যুদ্ধ বিধ্বস্থ সুয়েইদা শহর। ছবি রয়টার্স।

রাজধানী দামাস্কাসে ইজ়রায়েলি হামলার পরেও সংঘাতে ইতি টানতে রাজি নয় সিরিয়া সরকার। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শরার সেনার মদতে শুক্রবার নতুন করে সংখ্যালঘু দ্রুজ়দের বসতি সুয়েইদা প্রদেশে হামলা শুরু করেছে সুন্নি বেদুইন জনগোষ্ঠীর জঙ্গিরা। দু’পক্ষের লড়াইয়ে বেশ কয়েক জন হতাহত হয়েছেন।

Advertisement

গত ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর হামলায় সিরিয়ায় শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছিল। তার পর থেকেই শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ় এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠছে ধারাবাহিক ভাবে। ইজ়রায়েলি মদতে প্রত্যাঘাত করছে দ্রুজ় মিলিশিয়া বাহিনীও।

গত রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং সরকারি সেনা মিলে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালিয়েছিল। প্রত্যাঘাত করেন দ্রুজ় যোদ্ধারা। দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক যোদ্ধা ও সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। এর পরেই দামাস্কাস-সহ বেশ কিছু এলাকায় দ্রুজ়দের সমর্থনে হামলা চালায় ইজ়রায়েলি যুদ্ধবিমান। চলতি সপ্তাহের গোড়ায় আমেরিকা, তুরস্ক ও আরব দেশগুলির মধ্যস্থতায় দ্রুজ়দের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করে সুয়েইদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল সিরিয়া সরকার। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে আবার সেনার মদতে সুন্নি জঙ্গিরা হামলা শুরু করায় পরিস্থিতি ঘোরালো উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement