SSC verification

নবম-দশমের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে ডিসেম্বরের শেষে

জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে একাদশ-দ্বাদশের সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হবে। এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ৭ জানুয়ারি প্যানেল প্রকাশ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯
Share:

প্রতীকী চিত্র।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০২৫-এর ফলাফল। কিন্তু তারপরই প্রশ্ন উঠছে কবে হবে ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই। এসএসসি জানাল, ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে চলেছে নবম-দশমের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের প্রথম পর্বের কাজ। চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের কাজের মেয়াদ শেষ হচ্ছে ৩১শে ডিসেম্বর।

Advertisement

বিভিন্ন স্কুলে গঠন-পাঠন জানুয়ারি মাস থেকে ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নতুন বছরের শুরু থেকে তাদের চাকরির মেয়াদ ৮ মাস বাড়াতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহেই বিষয়টির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফ থেকে হলফনামা দিয়ে ডিসেম্বরের ২৬ তারিখে নবম-দশম-এর তথ্য যাচাইয়ের কথা জানানো হয়েছে। এসএসসির তরফ থেকে জানানো হয়েছে, তারা ডিসেম্বরে শেষ সপ্তাহে বেশ কিছু বিষয়ে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে নবম-দশমের।

শুধু তাই নয়, জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে একাদশ-দ্বাদশের সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হবে। এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ৭ জানুয়ারি প্যানেল প্রকাশ করা হবে।

Advertisement

একাদশ-দ্বাদশের নিয়োগের মধ্যেই চলছে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। সেখানে আবেদন জমা পড়েছে ১৬ লক্ষেরও বেশি, যা ২০১৬-এর তুলনায় প্রায় ২ লক্ষ কম। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের আগে সম্ভব নয় বলে এসএসসি সূত্রের খবর। কারণ শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা করাতে গেলে প্রায় দু হাজারের কাছাকাছি পরীক্ষা কেন্দ্র প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement