Swimming competition in Bengal

জাতীয় বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় সেরার শিরোপা ছাত্রীদের ঝুলিতে, জিতল পাঁচটি স্বর্ণপদক

১২ থেকে ১৬ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া। সারা দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ের দল ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪
Share:

বাঁ দিক থেকে সানিথী মুখার্জী, সাগ্নিকা রায় ও প্রগতি দাস

৬৯-তম জাতীয় স্তরের বিদ্যালয়ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় রেকর্ড গড়ল বাংলার ছাত্রীরা। নয়াদিল্লিতে আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক পেয়েছে বাংলার মেয়েরা। ৬৯ বছরের এই প্রতিযোগিতায় এমন ঘটনা ‘রেকর্ড’ বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ বিদ্যালয় ক্রীড়া বিভাগ।

Advertisement

১২ থেকে ১৬ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া। সারা দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ের দল ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ৪৪টি ইউনিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের বালিকাদের নিয়ে এই প্রতিযোগিতা হয়ে থাকে।

একটি ইউনিটে ৫৪ থেকে ৬০ জন করে প্রতিযোগী ছিল। পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করেছিল ৫৪ জন। এখানে মূলত দুই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সাঁতার ও হাই ডাইভিং। এই প্রতিযোগিতায় বাংলার মেয়েদের মধ্যে সাঁতারের পাঁচটি স্বর্ণপদক, রুপোর পদক যেতে দুজন। হাই ডাইভিং-এ দু'টি স্বর্ণপদক ও একটি করে রুপোর পদক ও ব্রোঞ্জের পদক জিতেছে বাংলার মেয়েরা।

Advertisement

এই প্রতিযোগিতায় বাংলার ছাত্রী সানিথী মুখোপাধ্যায় তিনটি স্বর্ণ পদক জয়ের হ্যাটট্রিক করেছে। দু'টি নতুন মিট রেকর্ড-ও তৈরি করেছে। সানিথী মুখোপাধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের ছাত্রী। অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগে সে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারে ২৯.৯৫ সেকেন্ড সময় করেছে। আবার, ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সে সময় করেছে ২৮.৩৪ সেকেন্ড।এটিও একটি রেকর্ড। ১০০ মিটার বাটার ফ্লাই সাঁতারে ১ মিনিট ৭ সেকেন্ড সময় করে সে তৃতীয় স্বর্ণপদকটি জিতেছে।

অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রী সাগ্নিকা রায়, ৫০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে জোড়া স্বর্ণপদক লাভ করেছে।

এ ছাড়া অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে হুগলি জেলার রানাগড় হাই স্কুলের কন্যাশ্রী পৃথা দেবনাথ ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে জোড়া ব্রোঞ্জ পদক লাভ করেছে। অনুর্ধ ১৪ বছরের বালিকা বিভাগে উত্তর কলকাতার হোলি চাইল্ড ইনস্টিটিউশন-এর স্মৃতি দাস ডাইভিং হাই বোর্ডে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগে উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের ছাত্রী প্রগতি দাস ডাইভিং হাই বোর্ডে ও তিন মিটার বোর্ড ডাইভিং এ জোড়া স্বর্ণপদক জয় করে। অনূর্ধ ১৯ বালিকা বিভাগে সেন্ট্রাল কলকাতার আদি মহাকালী পাঠশালার ছাত্রী ছন্দিতা চৌধুরী ডাইভিং হাই বোর্ডে রৌপ্য পদক লাভ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement