প্রতীকী চিত্র।
ভারতীয় সংবিধান সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ বার সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সব দিক খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন সদস্যেরা।
গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ করেছিলেন বিভাগীয় শিক্ষক অরূপ ভট্টাচার্যের বিরুদ্ধে। উপাচার্য, সহ-উপাচার্য ও বিভাগীয় প্রধানের কাছে ই-মেল করে তিনি দাবি করেছিলেন, নিয়মিত ক্লাস করান না অরূপ। ভারতীয় সংবিধান সংক্রান্ত পাঠ্যক্রম পড়ুয়াদেরই পড়ে নিতে বলেছিলেন। কিছু জিজ্ঞাস্য থাকায় ওই ছাত্রী অরূপকে ফোন করেন। তখনই বাবাসাহেব অম্বেডকর অবমাননাকর মন্তব্য করেন, ভারতীয় সংবিধান ছিঁড়ে জলে ভাসিয়ে দিতে বলেন।
সোমবার উপাচার্যের নির্দেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বোর্ড অফ স্টাডিজ-এর বৈঠক ডাকা হয়। ছাত্রীর অভিযোগকে গুরুত্ব দিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিভাগীয় প্রধান বিজয়কুমার দাসের নেতৃত্বে এই কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।
বিজয়কুমার দাস বলেন, “উপাচার্য ও সহ-উপাচার্যের নির্দেশমত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে অভিযোগকারিণী ছাত্রীর পরীক্ষা চলছে। তাই আমরা ১৫ দিন সময় চেয়েছি।”