মাঝ আকাশেই পাইলটের মৃত্যু, হাল ধরলেন সহ-পাইলট

বিমান চালাতে চালাতে মাঝ আকাশে হঠাত্ই মৃত্যু হল পাইলটের। পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন সহ-পাইলট। আমেরিকান এয়ারলাইন্সের এ৩২০ বিমানেই এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ১৮:৪৭
Share:

বিমান চালাতে চালাতে মাঝ আকাশে হঠাত্ই মৃত্যু হল পাইলটের। পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন সহ-পাইলট। আমেরিকান এয়ারলাইন্সের এ৩২০ বিমানেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি স্থানীয় সময় রাত ১১.৫৫ মিনিটে ১৪৭ জন যাত্রী নিয়ে ফিনিক্স থেকে বস্টনে যাচ্ছিল। বিমান সংস্থা সূত্রে খবর, ওড়ার কিছু ক্ষণ পরেই অসুস্থ বোধ করেন পাইলট মাইকেল জনস্টন। পরে মৃত্যুও হয় তাঁর। জনস্টনের মৃত্যুর পরেই বিমানের হলা ধরেন সহ-পাইলট। নিউইয়র্কের সাইরাকজ বিমানবন্দরে জরুরি অবতরণ করান তিনি।

Advertisement

মেডিক্যাল পরীক্ষা করে দেখা যায় স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছিল জনস্টনের।

এখন প্রশ্ন উঠছে, যদি ও রকম পরিস্থিতিতে সহ-পাইলট যদি মাথা ঠান্ডা না রাখতে পারতেন তা হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু যে ভাবে তিনি ১৪৭ জন যাত্রীকে নিরাপদে অবতরণ করান সে জন্য যাত্রী থেকে বিমান কর্মীদের সকলেই প্রশংসা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement