Texas

বিকিনি পরে ফ্ল্যাগপোলের মাথায় উঠে এই অবস্থা হল তরুণীর

তাঁদের মধ্যেই এক ছাত্রী উঠেছিল পতাকা টাঙানো পোলের মাথায়। সেখানে ওঠার পর ওই ছাত্রীর যা অবস্থা হল সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৫:৪৬
Share:

ফ্ল্যাগপোলের মাথায় উঠেছিলেন টেক্সাসের ছাত্রী। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

আমেরিকার টেক্সাসের সাউথ পাদ্রে আইল্যান্ড। প্রতি বছর স্কুলের বার্ষিক ছুটির সময় প্রচুর ছাত্র ছাত্রী এখানে জড়ো হয় ও নিজেদের মতো করে সময় কাটায়। প্রতিবারের মতো এ বারেও সেখানে জড়ো হয়েছিলেন প্রচুর ছাত্রছাত্রী। তাঁদের মধ্যেই এক ছাত্রী উঠেছিল পতাকা টাঙানো পোলের মাথায়। সেখানে ওঠার পর ওই ছাত্রীর যা অবস্থা হল সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিকিনি পরিহিত ওই ছাত্রী তরতর করে উঠে পড়ছেন পতাকা বাঁধা পোলের উপর। কিন্তু কোনও রকম সেফটি কিটস ছাড়ায় তিনি উঠলেন উপরে। নীচ থাকা দর্শকরা চিৎকার করে উৎসাহিত করছেন তাঁকে। এর মধ্যেই দিল ঝোড়ো হাওয়া। সেই হাওয়াতেই আর ব্যালান্স রাখতে পারলেন না ওই তরুণী। হাওয়ার জেরে পোল ভেঙে ভিড়ের মধ্যে পড়ে গেলেন তিনি।

চিৎকার করে উঠলেন নীচে উপস্থিত দর্শকরা। তাঁদের মধ্যেই কেউ এই গোটা ঘটনার ভিডিয়ো আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপর থেকেই ভাইরাল হয়েছে এটি।

Advertisement

আরও পড়ুন: ইতিউতি হিরে পড়ে থাকত, এই শহর এখন ‘ঘোস্ট টাউন’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement