উত্তর কোরিয়া নিয়ে দ্বিমত

উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল চিন। কিন্তু শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়া নিয়ে কথাবার্তার সময়ে আমেরিকার অবস্থানের বিপক্ষে গেল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:৪৫
Share:

উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল চিন। কিন্তু শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়া নিয়ে কথাবার্তার সময়ে আমেরিকার অবস্থানের বিপক্ষে গেল তারা। ওয়াশিংটন যতই পিয়ংইয়ং-কে ‘শিক্ষা দিতে’ চাক, বেজিং মনে করে, কিম জং-এর সঙ্গে আলোচনায় বসলেই বরং কাজে দিতে পারে।

Advertisement

শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন বলেন, ‘‘উত্তর কোরিয়া যদি অবিলম্বে তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ না-করে, তা হলে সেটা সারা পৃথিবীর পক্ষেই খুব বিপজ্জনক হবে। আমেরিকা কখনওই এই পেশি আস্ফালন মেনে নেবে না। এবং এলাকায় শান্তি বজায় রাখতে বেজিংয়েরও তাড়াতাড়ি পদক্ষেপ করা উচিত।’’ যা শুনে চিনা বিদেশমন্ত্রী ওয়াং উই-এর মন্তব্য, ‘‘আমাদের একার পক্ষে উত্তর কোরিয়া নামক সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা এখনও মনে করি যে, পিয়ংইয়ংকে অবিলম্বে আলোচনার টেবিলে নিয়ে আসা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement