International News

বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত, সংখ্যা বেড়ে ৪৯

এখনও পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হলেন ১৯ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৫:২২
Share:

ছবি: রয়টার্স।

বাংলাদেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরও এক জন। সোমবার এ কথা জানিয়েছে সে দেশের ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। এই নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯। সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন।

Advertisement

আইইডিসিআর-এর ডিরেক্টর অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ দিন জানিয়েছেন, করোনায় ওই আক্রান্তের বয়স কুড়ির কোঠায়। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চার জন সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ১৯ জন। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় গোটা বাংলাদেশে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া, ঢাকার বাইরেও নমুনা পরীক্ষা সম্প্রসারণ করা হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ছ’জনকে।”

এ দিন করোনা আক্রান্তদের বিষয়ে সংবাদমাধ্যমের কাছে আইইডিসিআর ডিরেক্টর জানিয়েছেন, দেশে করোনা-সংক্রমণের হাত থাকে সুস্থদের মধ্যে এক জন ৮০ বছরের ও দুজন ষাটোর্ধ্ব। ওই দু’জনই বাড়ি থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন। এঁদের মধ্যে এক জনের উচ্চ রক্তচাপ ও হাঁপানি এবং অন্য দুজনের ডায়াবিটিস ছিল। সুস্থ হয়ে উঠেছেন এক জন করে চিকিৎসক এবং নার্সও।

Advertisement

আরও পড়ুন: স্প্যানিশ ফ্লু পেরিয়ে এসে করোনাকেও হারালেন ১০১ বছরের ইটালীয় বৃদ্ধ

মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ-এ করোনা সংক্রমণে শনাক্তকরণের পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে মৃত্যু ৩৪ হাজার আক্রান্তের, আমেরিকায় উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ: করোনা আপডেট

বাংলাদেশে বহু মানুষকেই কোয়রান্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আইইডিসিআর-এর ডিরেক্টর জানিয়েছেন, সরকারি ব্যবস্থায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোয়রান্টিনে থাকা ৩৬ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ না থাকায় তাঁদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, বাংলাদেশে এখনও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোয়রান্টিনে রয়েছেন ৩২ জন। এবং ৬২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সব মিলিয়ে পর্যবেক্ষণে রয়েছেন ২৬২ জন।

করোনার মোকাবিলায় বাংলাদেশে এই ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইইডিসিআর। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করেছেন সংস্থার ডিরেক্টর। তিনি বলেন, “সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ঘরে থাকবেন। এই সময় আপনাদের ঘরে থাকা অত্যন্ত জরুরি। আমরা সংবাদমাধ্যমের খবরে দেখেছি, আপনারা ঘর থেকে বার হচ্ছেন। দয়া করে কেউ ঘর থেকে বার হবেন না। একান্ত প্রয়োজনে যদি কেউ বার হন, তা হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এ ছাড়া করোনা প্রতিরোধের জন্য সরকার যে সব বিষয় লক্ষ রাখতে বলেছে, তা করুন।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন