Coronavirus

হারাতে চায় চিন, নতুন দাবি ট্রাম্পের

হু চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে আগেও একাধিক বার অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০১ মে ২০২০ ০২:১৪
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি রয়টার্স।

একদম গোড়ায় করোনা অতিমারির মোকাবিলায় চিনের ভূমিকার প্রশংসাই করছিলেন তিনি। তবে নিজের দেশে মৃত্যুমিছিল শুরু হওয়ায় সেই সুর পাল্টে গিয়েছিল। গোটা বিশ্বে সংক্রমণ ছড়ানোর জন্য চিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ বার আরও এক ধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, আগামী নির্বাচনে তাঁকে হারানোর জন্যই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রথমে লুকিয়ে রেখেছিল বেজিং। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisement

হোয়াইট হাউসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, চিনের সরকার চায় হোয়াইট হাউসে ফের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আসুন, তাই বার্নি স্যান্ডার্সের রাস্তা চওড়া করে তাঁকে বিপদে ফেলতেই উহান সংক্রান্ত সমস্ত তথ্য লুকিয়ে রেখেছিল তারা। তাঁর কথায়, ‘‘আমাকে হারানোর জন্য চিন যা খুশি করতে পারে।’’ ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘‘আমেরিকার ভোট একেবারেই ও দেশের অভ্যন্তরীণ বিষয়। আশা করব, ভবিষ্যতে নিজেদের দেশের রাজনীতি সামলানোর জন্য চিনের নাম নেওয়া বন্ধ করবেন মার্কিন নেতানেত্রীরা।’’

হু চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে আগেও একাধিক বার অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। এ বার হু-র সাহায্যে চিন কতটা তথ্য গোপন করেছিল, সে বিষয়ে আরও তথ্য জোগাড় করতে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থাকে মার্কিন সরকার কাজে লাগিয়েছে বলে শোনা যাচ্ছে। উপগ্রহ চিত্রেরও সাহায্য নেওয়া হচ্ছে।

Advertisement

তবে আজই আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টালিজেন্স’ একটি বিবৃতিতে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি এত দিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর পরিবর্তনও ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে।

এ দিকে, ৫০টি প্রদেশের মধ্যে ৩৫টি থেকে বিধিনিষেধ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে আগামী সপ্তাহেই অ্যারিজ়োনায় সভা করতে যাবেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘অদৃশ্য শত্রুর কাছে হার মেনে যে সব প্রাণ চলে গিয়েছে, তার জন্য আমি শোকাহত।’’ তার পরেই জানিয়েছেন, ভাল দিন আসছে। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করতে চেলেছেন তাঁরা। তাই লকডাউন শিথিলের ভাবনা।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে আজই। তিনি নিজেই একটি ভিডিয়ো কনফারেন্সে এই খবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন।

হু-র পরে এ বার ইউনিসেফ জানিয়েছে, তালাবন্দি দশার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলির কমপক্ষে ৪০ লক্ষ শিশুর প্রাণ সংশয়ে। শীঘ্রই জীবনদায়ী প্রতিষেধক না-পেলে ভারত-পকিস্তান-আফগানিস্তানে আর এক ধরনের স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি হতে পারে বলে আশঙ্কা।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন