Coronavirus in world

বাইরে বেরনো বন্ধ তো কী হয়েছে! বাড়ির পিছনেই তৈরি করে নিলেন সমুদ্র সৈকত

দিব্বি কেউ রোদ পোহাচ্ছেন, কেউ আবার একটু গাছের ছায়া বেছে নিয়ে বসে রয়েছেন। আর সবাই একদম বিচ ড্রেসে, রঙিন ছাপা জামা কাপড় বা শুধুই শর্টস সঙ্গে সানগ্লাস।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রিস্টল শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১২:৩৭
Share:

ঘরোয়া বিচে উলন পরিবার। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

বাইরে বেরনো বন্ধ, বন্ধুদের নিয়ে বিচে গিয়ে পার্টিও চলবে না। আর এই অবস্থায় সারাদিন কি শুধুই সোফায় বসে বসে টিভি, মোবাইল বা নিদেন পক্ষে বইয়ের দিকে তাকিয়ে দিন কাটানো সম্ভব! তাই নিয়ম না ভেঙেই কিছু মানুষ নিজেদের মতো করে উপভোগ করে নিচ্ছেন এই লকডাউনের 'ছুটি'। যেমন এই ব্রিটিশ পরিবার, তাঁরা বাড়ি পিছনেই সমুদ্র সৈকত বানিয়ে নিয়েছেন, পার্টিও চলছে দেদার। তবে সবই সামাজিক দূরত্বের নিয়ম মেনেই।

Advertisement

ব্রিটেনের ব্রিস্টল শহরের উলন নামে এক পরিবার বাড়ির পিছনের বাগানে এই মিনি বিচের বন্দোবস্ত করেছেন। তাঁরা একটি ছোট পোর্টেবল পুলে জল ভরে নিয়েছেন। তার সামনে একটি ত্রিপল পেতে পুরু করে ছড়িয়ে দিয়েছেন বালি। তার উপর বিচে বসার তিনটি ডেক চেয়ার পেতে নিয়েছেন। এবার দিব্বি কেউ রোদ পোহাচ্ছেন, কেউ আবার একটু গাছের ছায়া বেছে নিয়ে বসে রয়েছেন। আর সবাই একদম বিচ ড্রেসে, রঙিন ছাপা জামা কাপড় বা শুধুই শর্টস সঙ্গে সানগ্লাস।

শুধু বসে থাকাই নয় কেউ হাতে তুলে নিয়েছেন পানীয়, কেউ আবার হাতের বইটা শেষ করে নিতে চাইছেন বিচে বসেই। তবে সৈকত কি শুধুই চেয়ারে বসে উপভোগ করা যায়, তাই ওই ছোট্ট পুলেই এসে ঝাঁপিয়ে পড়ছেন কেউ কেউ। জল অল্প তো কী হয়েছে, দুধের স্বাদ দিব্বি ঘোলেই মিটিয়ে নিচ্ছেন উলনরা।

Advertisement

আরও পড়ুন: রাজপ্রাসাদ থেকে বেরিয়ে করোনার লড়াইয়ে সামিল, হাসপাতালে কাজ করছেন রাজকুমারী

হতে পারে সৈকত-সমুদ্র সবই আকারে ছোট, কিন্তু তাঁদের উপভোগ করার আনন্দে কোনও খামতি নেই। এমনকি তাঁরা এই বিচের একটি নামও দিয়েছেন, পরিবারের নামেই রাখা হয়েছে তা, ‘উলন কমবে বিচ’।

আরও পড়ুন: লকডাউন শিকেয়, ষাঁড়ের শেষযাত্রায় কয়েকশো মানুষের জমায়েত!​

উলনদের এই বিচ কনসেপ্ট এখন অনেক নেটাগরিককেই উৎসাহিত করছে। তাঁরাও সম্ভবত বাড়িতে খুঁজে দেখছেন এমন বিচ বানিয়ে ফেলার উপকরণ রয়েছে কিনা। বা যা রয়েছে, তা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো সৈকত তৈরি করা যায় কিনা। আপনিও খুঁজে নিতে পারেন ঘরে বসেই আনন্দ উপভোগ করার এমন কোনও উপায়।

দেখুন অভিনব সেই সৈকতের ভিডিয়ো:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন