Crime

ঘর থেকে বেরোচ্ছিল ধোঁয়া, দরজা ভাঙতেই উদ্ধার করা হল দম্পতির পোড়া দেহ

পারিবারিক বিবাদের কারণে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে অনুমান। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:০০
Share:

আত্মহত্যা না মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকী ছবি।

ঘর থেকে উদ্ধার করা হল দম্পতির পোড়া দেহ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুর এলাকায়। আত্মহত্যা বলে অনুমান পুলিশের।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গাজিপুরে জরুন এলাকায় একটি বাড়ির মধ্যে থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন সুফিয়ান রহমান (৪০) ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

Advertisement

গাজিপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই মাইকেল বণিক জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। ঠিক কী নিয়ে গোলমাল হয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারের বক্তব্য জানা যায়নি। তাঁদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement