Coronavirus

কেন শিক্ষকদের আগে করোনা টিকা পাওয়া উচিত, জানাল ইউনিসেফ

ইউনিসেফের আশঙ্কা, শিশুরা স্কুলের থেকে যত বেশি সময় দূরে থাকবে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে স্কুলছুটের সংখ্যা। আর সেই সংখ্যা নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায়, স্কুল শুরু করা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৭:৪৯
Share:

প্রতীকী ছবি

প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে শিক্ষকদের করোনা টিকা দেওয়া উচিত, পরামর্শ দিল ইউনিসেফ। কেন এই পরিকল্পনা, তাও বিস্তারিত জানিয়েছে সংস্থা।

Advertisement

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণের ভয়ে এখন স্কুল বন্ধ রয়েছে। এক বার যদি শিক্ষকদের টিকাকরণ হয়ে যায়, তা হলে তাঁরা পড়াতে যেতে পারবেন। সে ক্ষেত্রে তাঁদের আর করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে না। স্কুলে পঠনপাঠন শুরু করা যাবে নির্বিঘ্নে। শিক্ষকরাও নির্ভয়ে রোজ ক্লাস নিতে পারবেন।

ইউনিসেফের আশঙ্কা, শিশুরা স্কুলের থেকে যত বেশি সময় দূরে থাকবে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে স্কুলছুটের সংখ্যা। আর সেই সংখ্যা নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায়, স্কুল শুরু করা। সেই পথে না হাঁটলে শিক্ষাক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করেছেন ইউনিসেফের কার্যনির্বাহী আধিকারিক হেনরিয়েটা ফোর।

Advertisement

তিনি বলেছেন, ‘‘খুবই কঠিন আপাতত এই সিদ্ধান্ত নেওয়া, কিন্তু একটা কোনও উপায় বের করতেই হবে। পরবর্তী প্রজন্মের কাছে আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই। আর পরবর্তী প্রজন্মকে যাঁরা গড়ে তুলবেন, তাঁদের নিরাপত্তা দিয়েই কাজটা শুরু করতে হবে। সেই কারণেই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার।’’

আশঙ্কা প্রকাশ করে ফোরের দাবি, করোনা সংক্রমণের প্রভাবে বিশ্বব্যাপী শিশুশিক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষকদের যদি স্কুলে ফেরত আনা যায়, তা হলে সেই পরিস্থিতির উন্নতিকল্পে হয়তো কিছু করা যাবে।

আরও পড়ুন:নিয়মিত বস্তুর সঙ্গে যৌনতা, এই মহিলা বিয়ে করলেন ব্রিফকেসকে​

আরও পড়ুন: সত্য সাইবাবার বায়োপিকে মুখ্য চরিত্রে অনুপ জালোটা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন