বন্দুকের সামনেও নির্বিকার বিক্রেতা

দোকানে হানা দিয়েছিল ডাকাত। মুখ ঢাকা কালো রুমালে। সঙ্গে পিস্তল। তবে তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে তখন তিনি ক্রেতাকে কাবাব পরিবেশন করতে ব্যস্ত। অগত্যা মুখ কাঁচুমাচু করে চম্পট দিল ডাকাত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০২:৪৬
Share:

দোকানে হানা দিয়েছিল ডাকাত। মুখ ঢাকা কালো রুমালে। সঙ্গে পিস্তল। তবে তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে তখন তিনি ক্রেতাকে কাবাব পরিবেশন করতে ব্যস্ত। অগত্যা মুখ কাঁচুমাচু করে চম্পট দিল ডাকাত। নিউজিল্যান্ডের এই ঘটনার ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লাখ খানেক বার ভিডিওটি দেখা হয়েছে।

Advertisement

ঘটনাটি ২৮ মে-র। ক্রাইস্টচার্চের কাছে একটি মিশরীয় কাবাবের দোকানে ঢুকে দোকানি আহমেদের মুখের সামনে পিস্তল ধরে হাতব্যাগের দিকে ইশারা করে এক ডাকাত। ভয় না পেয়ে অবলীলায় ক্রেতাদের কাবাব বিক্রি করতে থাকেন আহমেদ। ডাকাতের দিকেও এগিয়ে দেন এক প্লেট কাবাব। কাউন্টারে কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে থেকে সকলের নজর এড়িয়ে চম্পট দেয় সে।

পরে আহমেদ বলেন,‘‘জানতাম ও কোনও গুলি চালাবে না। ক্ষতি করবে না। তা হলেও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।’’ বিপদের সময় বুদ্ধি-বিভ্রাট না হওয়ার জন্য ঈশ্বরকেও ধন্যবাদ জানান তিনি। বন্দুকধারীর খোঁজ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement