David Headley

রানার প্রত্যর্পণ সম্ভব, হেডলির এখনই নয়, জানাল আমেরিকা

ভারতে যে-হেতু তার মৃত্যুদণ্ড হতে পারে, তাই তৃতীয় পক্ষ হিসেবে রানার প্রত্যপর্ণে ভারতের আর্জিতে রাজি না-ও হতে পারে কানাডা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন, ২৭ জুন শেষ আপডেট: ২৮ জুন ২০২০ ০৫:০৪
Share:

ডেভিড হেডলির প্রত্যর্পণে বাড়ছে জটিলতা। —ফাইল চিত্র

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হে়ডলিকে এখনই ভারতের হাতে তুলে দেওয়া সম্ভব নয় বলে জানালেন আমেরিকার সরকারি আইনজীবী জন জে লুলেজিয়ান। তার বিচার হবে আমেরিকাতেই। তবে হেডলির সহযোগী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর হুসেন রানার প্রত্যর্পণে কোনও সমস্যা নেই বলে জানালেন তিনি। কারণ আমেরিকায় ২৫ বছরের কারাদণ্ড পাওয়া হেডলি গোড়াতেই নিজের দোষ স্বীকার করে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করলেও, রানা অনড়ই।

Advertisement

রানাকে হেফাজতে চেয়ে ভারতের আবেদন এখনও মঞ্জুর করেনি ওয়াশিংটন। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই রানার প্রত্যর্পণে সব আইনি জটিলতা মিটিয়ে ফেলতে চায় তারা। দিল্লির তরফে আসা প্রত্যর্পণের আর্জিতেই ১০ জুন লস অ্যাঞ্জেলেস থেকে ফের রানাকে গ্রেফতার করে পুলিশ। তার জামিন চেয়ে রানার আইনজীবী কোর্টে জানিয়েছেন, তাঁর মক্কেল আমেরিকা ছাড়লে কারও কোনও ঝুঁকি নেই। এমনকি, ১৫ লক্ষ ডলারের বন্ড দিতেও রাজি সে।

রানার জামিন নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত শুনানি। কাল ফেডারেল আদালতে এর কড়া বিরোধিতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি আইনজীবী আশঙ্কা প্রকাশ করেন, রানা এক বার আমেরিকা ছেড়ে কানাডায় পালিয়ে গেলে তাকে ফেরানো সমস্যা হতে পারে। ২৬/১১ হামলায় নিহত ১৬৬ জনের মধ্যে ছ’জন মার্কিন নাগরিকও ছিলেন। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিপাক্ষিক চুক্তি মোতাবেক তদন্তের স্বার্থে কানাডা রানাকে আমেরিকার হাতে তুলে দিতেও পারে। কিন্তু ভারতে যে-হেতু তার মৃত্যুদণ্ড হতে পারে, তাই তৃতীয় পক্ষ হিসেবে ভারতের প্রত্যপর্ণ-আর্জিতে রাজি না-ও হতে পারে কানাডা। সম্ভবত সেই কারণেই রানাকে এখনই ছাড়তে নারাজ আমেরিকা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন