প্রতীকী ছবি।
বাচ্চাদের স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় চিনে দোষী সাব্যস্ত এক যুবকের মৃত্যুদণ্ড বৃহস্পতিবার কার্যকর করা হল। ২০১৭-র জানুয়ারিতে এখানকার শানশি প্রদেশের একটি স্কুলে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ঝাও জ়েওয়েই নামে ওই ব্যক্তি।
ঘটনায় ৯টি শিশুর মৃত্যু হয়। জখম হয় ১২ জন। পুলিশকে ঝাউ জানায়, ব্যক্তিগত জীবন ও কাজের জায়গায় অখুশি ছিল সে। স্কুলের সময়েও সহপাঠীরা তাকে হেনস্থা করত। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটায় ঝাও।
গত জুলাইয়ে তাকে মৃত্যুদণ্ড দেয় চিনের আদালত।