বোস্টন-খুনির মৃত্যুদণ্ড

বস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানোর দায়ে ২১ বছরের জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দিল মার্কিন আদালত। ২০১৩ সালের ১৫ এপ্রিল বস্টন ম্যারাথন চলার সময়ে বিস্ফোরণে ৩ জন নিহত হন। সরকার পক্ষ আদালতে জানায়, জোখার ও তামেরলান সারনায়েভই ওই ঘটনার জন্য দায়ী।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:০৭
Share:

বস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানোর দায়ে ২১ বছরের জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দিল মার্কিন আদালত। ২০১৩ সালের ১৫ এপ্রিল বস্টন ম্যারাথন চলার সময়ে বিস্ফোরণে ৩ জন নিহত হন। সরকার পক্ষ আদালতে জানায়, জোখার ও তামেরলান সারনায়েভই ওই ঘটনার জন্য দায়ী। চেচেন বংশোদ্ভূত ওই দুই ভাই ইসলামি মৌলবাদে বিশ্বাসী। ২০০২ সালে উদ্বাস্তু হিসেবে আমেরিকায় এসেছিল তারা। ঘটনার পরেই তামেরলান পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। সরকারি কৌঁসুলিরা জানান, জঙ্গি জোখারের কোনও অনুতাপ নেই। ম্যাসাচুসেটস রাজ্যের ইতিহাসে মৃত্যুদণ্ডের নজির বেশি নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement