আমেরিকায় খুনের হুমকি পেলেন শিখ চিকিৎসক

এ বার ফোনে খুনের হুমকি পেলেন আমেরিকার এক শিখ চিকিৎসক। ইন্ডিয়ানার বাসিন্দা আমনদীপ সিংহ নামে ওই চিকিৎসকের অভিযোগ, তিনি জাতিবিদ্বেষের শিকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:৫২
Share:

এ বার ফোনে খুনের হুমকি পেলেন আমেরিকার এক শিখ চিকিৎসক। ইন্ডিয়ানার বাসিন্দা আমনদীপ সিংহ নামে ওই চিকিৎসকের অভিযোগ, তিনি জাতিবিদ্বেষের শিকার।

Advertisement

সম্প্রতি মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ওই চিকিৎসককে খুনের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ জানান। তবে সন্দেহজনক ওই নম্বরটি খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, যাঁর নামে ওই সিম রয়েছে তাঁর নম্বর হ্যাক করে কেউ কাণ্ডটি ঘটিয়েছে। আমনদীপ জানিয়েছেন, ইন্ডিয়ানার ওই হাসপাতালে সম্প্রতি কাজে যোগ দিলেও ২০০৩ সাল থেকেই আমেরিকায় রয়েছেন তিনি। তবে এই ধরনের ঘটনার শিকার হননি কখনও।

ইদানীং বেশ কিছু দিন ধরেই আমেরিকায় একের পর এক ঘটনায় বিদ্বেষের শিকার হচ্ছেন ভারতীয়রা। সপ্তাহ খানেক আগে কানসাসে জাতিবিদ্বেষের শিকার হন দুই ভারতীয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রবাসী ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। এই মাসের গোড়াতেই ওয়াশিংটন শহরে এক শিখ যুবককে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে। যুবক জানান, সে দিন গুলি চালানোর আগে ‘‘নিজের দেশে ফিরে যাও’’ বলে হুমকি দেয় বন্দুকবাজ। শুধু তাই নয় কয়েক মাসেই ট্রেনে, বাসে, কর্মক্ষেত্রে একের পর এক ঘটনায় ভারতীয়দের হেনস্থার অভিযোগ জমা পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। এ দিনের ঘটনায় শিখদের বিরুদ্ধে জাতিবিদ্বেষের প্রতিবাদে সরব হয়েছে আমেরিকার শিখ সংগঠনগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement