গাজা-সংঘর্ষে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়াল

যুদ্ধে ইতি টানার কোনও লক্ষণই দেখাচ্ছে না দু’পক্ষ। গাজায় লাগাতার ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। এর মধ্যেই প্যালেস্তাইনে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলে চলছে রফাসূত্রের খোঁজ। আজ দু’দেশের মধ্যে রফা খুঁজতে কায়রোতে শান্তি-বৈঠকে বসছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন। বৈঠকে উপস্থিত থাকার কথা আমেরিকার বিদেশসচিব জন কেরিরও।

Advertisement

সংবাদ সংস্থা

গাজ়া শেষ আপডেট: ২২ জুলাই ২০১৪ ০৩:৫০
Share:

ইজরায়েলি হানার শিকার এই শিশুও। সোমবার গাজায়। ছবি: রয়টার্স

যুদ্ধে ইতি টানার কোনও লক্ষণই দেখাচ্ছে না দু’পক্ষ। গাজায় লাগাতার ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। এর মধ্যেই প্যালেস্তাইনে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলে চলছে রফাসূত্রের খোঁজ। আজ দু’দেশের মধ্যে রফা খুঁজতে কায়রোতে শান্তি-বৈঠকে বসছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন। বৈঠকে উপস্থিত থাকার কথা আমেরিকার বিদেশসচিব জন কেরিরও।

Advertisement

আজ সকাল থেকে হামাসের সুড়ঙ্গ-সন্ধানে গাজা ভুখণ্ড ছাড়াও সংলগ্ন শাজাইয়া এবং মাগহাজি প্রদেশে লাগাতার বোমাবর্ষণ করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স’ (আইডিএফ)। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। প্যালেস্তাইনের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮। বেশির ভাগই শিশু। গত কাল শাজাইয়ায় ইজরায়েলি সেনার ভয়াবহ আক্রমণের পরে রাতে জরুরি বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের ওই বৈঠক শেষে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

কাল রাতে শল অ্যারন নামে এক ইজরায়েলি সেনাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছিল হামাস। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে আইডিএফ। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, মিশরের প্রস্তাব মেনে বুধবার গাজা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ। তবে আজও দু’পক্ষই ফের হামলা চালিয়েছে।

Advertisement

এ দিনও শাজাইয়াতে হামাসের দু’টি নতুন সুড়ঙ্গের খোঁজ মিলেছে বলে জানিয়েছে আইডিএফ। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, আজ দশ জন সশস্ত্র জঙ্গি সুড়ঙ্গ পেরিয়ে দক্ষিণ ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক ইজরায়েলি সেনার মৃত্যুর খবর মিলেছে। আইডিএফের হানায় এক প্রবীণ হামাস নেতার মৃত্যু হয়েছে। রেহাই পাননি ওই নেতার বাড়ির সদস্যরাও। প্যালেস্তাইনের জরুরি পরিষেবা সূত্রে জানা গিয়েছে, আজ সকালে খান ইউনিসে এক হামলায় ২০ জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। বোমাবর্ষণে নিহত হয়েছে একই পরিবারের আট সদস্য। বেশির ভাগই মহিলা ও শিশু। ঘরছাড়ার সংখ্যা লক্ষাধিক। আইডিএফ সূত্রে খবর, আজ হামাসের রকেট হামলায় কয়েক জন ইজরায়েলি সেনা-সহ ১৮ জন নিহত হয়েছেন। আহত বহু। নিহতদের মধ্যে দু’জন মার্কিন নাগরিক আছেন বলে আমেরিকার তরফে জানানো হয়েছে। সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস-বিরোধী যুদ্ধে ইতি টানার কথা ভাবছে না দেশ। পাল্টা তোপ দেগেছে হামাসও। গাজার স্থানীয় সংবাদমাধ্যমের কাছে এক হামাস নেতা জানিয়েছেন, বর্বরতার প্রত্যুত্তর দিতে কসুর করবে না তারাও। গাজা-পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে বলে আজ মন্তব্য করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, “ইজরায়েলি সেনা মানবতার সঙ্গে যুদ্ধ করছে।”

হামাস অস্ত্রত্যাগ না করলে যুুদ্ধ থামানো সম্ভব নয় বলে আজ মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আমেরিকার একটি টেলিভিশন চ্যানলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হামাস আক্রমণ বন্ধ না করলে ইজরায়েলও রণে ভঙ্গ দেবে না। হামাসকে অস্ত্রত্যাগ করতে হবে।”

অন্য দিকে, যুদ্ধ-পরিস্থিতিতে ইজরায়েলে তিনটি অনুষ্ঠান বাতিল করেছে পপ ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওয়েবসাইটে তারা জানিয়েছে, নিরাপত্তার অভাব বোধ করায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হল। ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ব্যান্ডের তারকারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন