S jaishankar

ASEAN: বেজিংকে সরিয়ে দিল্লি আসিয়ানের সঙ্গে বৈঠকে

১৯৯১-এ নরসিংহ রাওয়ের জমানার অর্থনৈতিক সংস্কারের সময়েই ‘লুক ইস্ট’ বা ‘পুবে তাকাও’ নীতি প্রণয়ন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৭:২৪
Share:

ফাইল চিত্র।

আসিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কের তিরিশ বছর পূর্তির উদযাপনে বৃহস্পতিবার থেকে নয়াদিল্লিতে শুরু হল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। চিনকে বাইরে রাখা দক্ষিণ পূর্ব এশিয়ার এই আন্তর্জাতিক গোষ্ঠী ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

১৯৯১-এ নরসিংহ রাওয়ের জমানার অর্থনৈতিক সংস্কারের সময়েই ‘লুক ইস্ট’ বা ‘পুবে তাকাও’ নীতি প্রণয়ন করা হয়। মোদী জমানায় যা ‘অ্যাক্ট ইস্ট’-এ পরিণত। উদ্দেশ্য একটাই, চিনকে সরিয়ে রেখে এই বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে কৌশলগত এবং বাণিজ্যিক সংযোগ গড়ে তোলা। আজ সম্মেলনের উদ্বোধন করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “আমরা আমাদের সম্পর্কের চতুর্থ দশকে প্রবেশ করছি। আমাদের অংশীদারি যেন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত হয়ে ওঠে। ভারত এবং আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে গভীরতর সংযোগের ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা আরও পাকাপোক্ত হবে।” এই গোষ্ঠীর সব দেশের বিদেশমন্ত্রীকে ডাকা হলেও বাদ রাখা হয়েছে মায়ানমারের বিদেশমন্ত্রী উয়ানা মুয়াঙ্গ লুইনকে, যিনি সেনার প্রাক্তন প্রতিনিধিও বটে। নয়াদিল্লিতে নিযুক্ত মায়ানমারের দূত উপস্থিত ছিলেন আজকের বৈঠকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন