Coronavirus

করোনা-প্যাকেজে সায় ডেমোক্র্যাটদের

করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ত্রাণের বিশেষ প্যাকেজ মাথাপিছু দু’হাজার ডলার করার প্রস্তাবে সম্মতি দিল হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৩:০৯
Share:

ছবি: রয়টার্স।

বিরল ঐকমত্য! আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সমর্থন জানাল ডেমোক্র্যাট গরিষ্ঠ হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস। আজ ২৭৫-১৩৪ ভোটে প্রেসিডেন্টের দাবিকে সমর্থন জানিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ত্রাণের বিশেষ প্যাকেজ মাথাপিছু দু’হাজার ডলার করার প্রস্তাবে সম্মতি দিল হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস।

Advertisement

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরেও কারচুপির অভিযোগ তুলে গদি না-ছাড়ার ঘোষণা করেছিলেন ট্রাম্প। এমন আবহে ট্রাম্পের প্রস্তাবে ডেমোক্র্যাটদের বিপুল সমর্থন ব্যতিক্রমই বটে! উল্টে বিলের বিরোধিতা করেন রিপাবলিকানদের ১৩০ জন। তবে ৭৪ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা সংক্রান্ত বিল পেশের পরে প্রেসিডেন্টের বিরুদ্ধেই হেঁটেছেন ডেমোক্র্যাটরা। ৩২২-৮৭ ভোটে ওই বিলের প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে।

করোনা সংক্রান্ত বিলে ইতিমধ্যেই সই করেছেন ট্রাম্প। তবে রবিবার এই বিলে সই করার আগে ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানের পরিমাণ ৬০০ থেকে বাড়িয়ে কমপক্ষে দু’হাজার ডলার করা জরুরি। কয়েক দিন আগে বিলের বিরোধিতায় ভেটো দেওয়ার ঘোষণাও করেছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন